বাংলাদেশ পুলিশ টিআরসি বা ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ (২০২১) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টিআরসি বা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১০ হাজার কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারী নিয়োগ পাবেন। কনস্টেবল পদে আবেদনের সময়সীমা ১০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ২০২১ পর্যন্ত। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি মাত্র ৩০ টাকা। নির্ধারিত তারিখের মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
আবেদন প্রার্থীরা আবেদনের যোগ্য কি-না তা তাদের আবেদনের সাথে সংযুক্ত মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে এবং উপযুক্ত প্রার্থীকে নির্দিষ্ট জেলার পুলিশ লাইন্স মাঠে স্ব শরীরে উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতার পরীক্ষা দিতে হবে। এই নিয়োগে কোনোপ্রকার আর্থিক লেনদেনের প্রমাণ মিললে তার আবেদনপত্র বাতিল ও তাকে গ্রেপ্তার করা হবে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে।
যোগ্যতাঃ-
শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পাশ ও ন্যুনতম জিপিএ ২.৫ হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এছাড়াও শারীরিক মাপে টিকে থাকতে হবে। শারীরিক যোগ্যতায় পুরুষের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
এর আগে পুলিশের পক্ষ থেকে জানায় পুলিশে চাকরির ক্ষেত্রে ৭ টি ধাপ অতিক্রম করতে হবে। ধাপগুলো হলো-শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, প্রিলিমিনারী স্ক্রিনিং, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন,পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। এইধাপগুলোতে অকৃতকার্য হলে সে পুলিশে নিয়োগ পাবেন না বলে জানিয়েছেন পুলিশের পক্ষ থেকে।
আবেদন লিংক http://police.teletalk.com.bd/home.php