‘জিয়াউল হক পলাশ’ ছোট পর্দার তুমুল দর্শক জনপ্রিয় একটি নাম। বিভিন্ন অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিয়াউল হক পলাশ। পলাশ নামের আগে অভিনেতা তকমা লাগে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ট্যাটু’ নাটকের মাধ্যমে। পরিচালক অমির সিরিয়াল নাটক ‘ব্যালেচর পয়েন্ট’ এর দুই সিজনে ধীরে ধীরে পলাশ অভিনেতা হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন।
তবে পলাশের ক্ষেত্রে মজার ব্যাপার হলো,এই সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতার দুর্বলতা নির্মাণে। অভিনেতা পরিচয়ে পলাশ এখন বেশ জনপ্রিয় কিন্তু পলাশ পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। সেই ভাবনা থেকেই তার নির্মিত তিনটি নাটক ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’, ‘সারপ্রাইজ’, ‘ঘরে ফেরা’ নির্মাণ করেছেন ।
সম্প্রতি পলাশের পরিচালনায় প্রথম মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। যেটি ব্যান্ডদল ‘অ্যাশেজ’ এর ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের গান। গানটির শিরোনাম ‘নিজের জন্য’। সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন জুনায়েদ ইভান।এর আগে পলাশ তার প্রথম মিউজিক ভিডিও পরিচালনা করলেও ‘অ্যাশেজ’ এর সাথে এটি তার প্রথম কাজ যা ‘নিজের জন্য’ শিরনামে ভিডিও প্রকাশিত হয়েছে।
চট্টগ্রামের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির।
গানের কথা ও সুরের সাথে গল্পের মিল রয়েছে যেমনটি একটি গানের উপজীব্য। পলাশ জানান তার পপরিচালনায় ‘অ্যাশেজ’ ব্যান্ডের সাথে প্রথম অফিশিয়াল মিউজিক ভিডিও এটি।
তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যায় গানটি রিলিজের পর থেকে অনেক বড় বড় মিউজিশিয়ানরা ফোনে ও টেক্সটে প্রশংসা করছেন, যা এওয়ার্ড পাওয়ার থেকে কোন অংশে কম নয়।
তিনি আরো জানান, সবসময়ই তিনি অভিনেতার থেকে পরিচালক হিসেবে মানুষের কাছে বেশি প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু মানুষের ভালোবাসায় অভিনেতা হিসেবেই জনপ্রিয়তা কুড়িয়েছেন বেশি। সাথে এও জানান পরিচালক হিসেবেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষকে আরো বেশি কিছু দিতে চান। নিজের ভাবনাগুলো গল্পের মাধ্যমে ভক্তদের কাছে তুলে ধরে কাজগুলো আরো বেশি করে সামনে এগিয়ে যেতে চান।
সর্বশেষ তিনি আশা করছেন, মানুষ অভিনেতা হিসেবে যেভাবে তাকে ভালোবাসছে পরিচালক হিসেবেও সেভাবেই গ্রহণ করবেন।