somoyerkhbor.com

ফরিদপুরে খুলনাগামী সাতক্ষীরা এক্সপ্রেস ও ২টা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ –

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরে দু’টো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, একটি বাস খাদে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা ফেরত খুলনাগামী সাতক্ষীরা এক্সপ্রেস ও ২টা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় দূর্ঘটনা ভয়াবহ হলেও কোন নিহত হওয়ার খবর পাওয়া যায় নি এখন পর্যন্ত এরমধ্যে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর রান ইন্ডাস্ট্রির সামনে ঘটে।

ফরিদপুর থানার উপ-পরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা ফেরত খুলনাগামী সাতক্ষীরা এক্সপ্রেস ও ২টা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। দূর্ঘটনা ভয়াবহ হলেও কোন নিহত হওয়ার খবর পাওয়া যায় নি এখন পর্যন্ত।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে তারাসহ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version