somoyerkhbor.com

ফরিদপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের কর্মসংস্থানের ব্যবস্থা করল ‘ওয়াব’ –

ফরিদপুর প্রতিনিধিঃ

ফেসবুক কমিউনিটি ভিত্তিক গ্রুপ ‘উই আর বাংলাদেশ’ – “ওয়াব” প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানকে কর্মসংস্থানের ব্যবস্থা করল।

আজ শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভিক্ষুক আব্দুর রহমানের হাতে হুইল চেয়ার, গ্যাস সিলিন্ডার চুলা হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করে তারা।

উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান।

এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, উই আর বাংলাদেশ’ – “ওয়াব” এই সকল কার্যক্রম এর আগেও করেছে। ওয়াবের এ কার্যক্রমগুলো ভবিষ্যতেও সফলতার সঙ্গে সম্পন্ন হবে।

অন্যদিকে, উই আর বাংলাদেশ’ – “ওয়াব” এর উপহার পেয়ে প্রতিবন্ধী আব্দুর রহমান নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন। একই সঙ্গে তিনি তাদের ওয়াবের সকল কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ- নতুন রূপে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা: সরকার থেকে নতুন নির্দেশনা –

উই আর বাংলাদেশ’ – “ওয়াব” অ্যাডমিন ও কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর কবিরুল হক সাগর বলেন, ‘আমরা নিয়মিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি। এর মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি মাত্র।’
উপহার সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন মানবতা ফরিদপুর গ্রুপের সভাপতি ও ওয়াবের সদস্য মেহেদী হাসান জুয়েল ।

আরও পড়ুনঃ- মাহে রমজান ২০২১ সালের সেহেরি ও ইফতারের সময়সূচি দেখে নিন –

Exit mobile version