ফরিদপুরে বাইসাইকেল পেলো ৮ শত গ্রাম পুলিশ –

ফরিদপুরের বাইসাইকেল পেলো ৮ শত গ্রাম-পুলিশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার তৃণমূল পর্যায়ে সরকারি সেবাসমূহ পৌছে দেয়া ও করোনাকালীন দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার অভিপ্রায়ে ৮ শত গ্রাম পুলিশদের মাঝে বাই-সাইকেল ও পোষাকসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে প্রায় ৮ শত গ্রাম-পুলিশ সদস্যদের মধ্যে সাইকেল ও পোষাকসহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলার সব ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যাদের সহযোগিতায় ও সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম রেজা’র সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার।

বাইসাইকেল পেয়ে ফরিদপুর জেলার সদর উপজেলা ইউনিয়ন পরিষদের এক গ্রাম পুলিশ বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top