ফরিদপুরে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম সমবায় সমিতির উন্নয়ন কর্মী/সমবায়ীদের অবহিতকরন প্রশিক্ষণ ও ভাতা প্রদান..!

১৮ই নভেম্বর ২০২০ রোজ বুধবার, সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) এর সহকারী পরিচালক ও ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষন আয়োজন করা হয়।
৬০ জন গ্রামকর্মীদের কে নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষনের শুরুতে সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ানো হয়। সবাইকে মাস্ক বিতরন করা হয় এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবাইকে কমপক্ষে ৩ ফুট দুরত্বে বসানো হয়।
উক্ত অনুষ্ঠানে – প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমবায় অফিসার জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিয়া। সমিতির সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর সদর উপজেলা সমবায় অফিসার ও সহকারী প্রকল্প পরিচালক, সিভিডিপি প্রকল্প, (সমবায় অংশ) জনাব বিরাজ মোহন কুন্ডু, এছাড়া জয়া রানী শীল ও গোলাম হায়দার হোসেন।
জেলা সমবায় অফিসার তার বক্তব্যে জানান – বর্তমানে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তাই সবাইকে ঘন ঘন ক্ষার – জাতীয় সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং সবাইকে ঘরের বাইরে সার্বক্ষনিক মাক্স ব্যবহার করার অনুরোধ জানান। মা-বোনদের কে খুবই সতর্কের সাথে চলাচল করার পরামর্শ দেন।
উপজেলা সমবায় অফিসার তার প্রশিক্ষনে সমবায় সমিতির হিসাব নিকাশ ও অডিট বিষয়ে বিস্তারিতভাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
পরিশেষে – গ্রাম কর্মীদের মাঝে, যাতায়াত ভাতা, সেপ্টেম্বর/২০২০ পর্যন্ত ৫৩ জন গ্রামকর্মীকে মাসিক সম্মানী ভাতা ও দুপুরের খাবার বিতরনের মাধ্যেমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *