somoyerkhbor.com

“ফার্স্ট কোভিড হিরো” অ্যাওয়ার্ড পেলেন ড. যশোদা জীবন দেবনাথ –

বিশেষ প্রতিনিধিঃ ডিপলোমেটিক স্পাউস প্রোগ্রামে “ফার্স্ট কোভিড হিরো” অ্যাওয়ার্ড পেয়েছেন ড. যশোদা জীবন দেবনাথ। অ্যাওয়ার্ডটি তার হাতে তুলে দেন শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুন এমপি।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) হোটেল সেরিনায় ডিপলোমেটিক স্পাউস প্রোগ্রামে এ অ্যাওয়ার্ডটি তাকে তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী হুমায়ুন মজিদ এমপি ছাড়াও উপস্থিত ছিলেন ১১টি দেশের হাইকমিশনাররা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা।

Exit mobile version