মেয়ের স্কুলের আ্যাসাইনমেন্টের খরচ দিতে ব্যর্থ মায়ের পরনের কাপড় বিক্রি …!

মেয়ের স্কুলের আ্যাসাইনমেন্টের খরচ দিতে ব্যর্থ মায়ের পরনের কাপড় বিক্রি …!

এমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিতু আক্তার সময়ের খবর প্রতিনিধিকে জানায়, অ্যাসাইনমেন্ট দিতে বললে এমসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার হোসেন তিন পাতার প্রশ্ন, দুটি কলম ও এক পাতার সাজেশন দিয়ে মোট ৩৪০ টাকা চান। এ সময় আমার (শিক্ষর্থী রিতু আক্তার) বাবার দেয়া ১০০ টাকার একটি নোট দিলে শিক্ষক আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন।

উক্ত ৩৪০ টাকাই দিতে হবে; টাকা দিতে না পারলে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না বলে জানান শিক্ষক আনোয়ার। পরে কান্নাকাটি করে বাড়িতে গিয়ে ঘটনাটি মা বিলকিস আক্তারকে জানায় রিতু।

মা বাধ্য হয়ে পরনের কাপড় বিক্রি করেন।

এ বিষয়ে সময়ের খবর প্রতিনিধিদল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, অ্যাসাইনমেন্টে টাকা লাগে না। কেন ওই শিক্ষক টাকা নিয়েছেন এজন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme