নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলা সমবায় কার্যালয় এর বাস্তবায়নে ও বিভাগীয় সমবায় কার্যালয়, ঢাকার আয়োজনে সমবায় সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর প্রশিক্ষণ হলরুমে এক গণশুনানী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ হাফিজুল হায়দার চৌধুরী, যুগ্ম-নিবন্ধক, সমবায় অধিদপ্তর, ঢাকা। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মিজানুর রহমান, উপনিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর, ঢাকা, জনাব খন্দকার হুমায়ুন কবীর, অধ্যক্ষ-উপনিবন্ধক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, ফরিদপুর। জনাব আব্দুর রাজ্জাক মিয়া, জেলা সমবায় কর্মকর্তা, ফরিদপুর। জনাব বিরাজ মোহন কুন্ডু, উপজেলা সমবায় কার্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। অনুষ্ঠানে সমবায় নেতৃবৃন্দ তাদের সমবায় প্রতিষ্ঠান সংক্রান্ত সমস্যা, প্রতিবন্ধকতা, সুযোগ, সুবিধা, চাহিদা ও সম্ভাবনা নিয়ে মতামত প্রকাশ করেন ও অতিথিদের বিশ্লেষণ, পরামর্শ ও নির্দেশনা গ্রহণ করেন।