সৌদির জয়ে উল্লাস করাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা

সৌদির জয়ে উল্লাস করায় শিক্ষার্থীকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা।। ফুটবল বিশ্বকাপে সৌদি আরব দলের সমর্থন ও জয়ে উল্লাস করায় ঝিনাইদহে ছাত্রাবাস থেকে ডেকে নিয়ে আবু সাঈদ (১৯) নামে এক শিক্ষার্থীকে মারধর করেছেন আর্জেন্টিনা দলের সমর্থকরা।

শনিবার (২৬ নভেম্বর২০২২) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পাগলাকানায় এলাকায় এই ঘটনাটি  ঘটেছে । আবু সাঈদকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ পরকীয়া সন্দেহে স্ত্রীকে টুকরো টুকরো করে কাটলেন স্বামী

আহত আবু সাঈদ এইচএসসি পরীক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে। বাবার নাম শরিফুল ইসলাম। তিনি পাগলাকানায় একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।

আবু সাঈদ অভিযোগ করেন, পড়াশোনা করার জন্যে তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানায় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন। বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচে তিনি সৌদির সমর্থন করেন। ছাত্রাবাসের সামনের একটি দোকানে টিভিতে খেলা দেখেন। সৌদি আরব গোল করায় তিনি আনন্দ-উল্লাস করেন। এরপর আর্জেন্টিনার সমর্থকরা তাকে খুঁজতে তার ছাত্রাবাসে চলে যান। সেদিন তাকে ছাত্রাবাসে না পেয়ে ফিরে চলে যান।

আরও পড়ূনঃ নিখোঁজ শিশুর খ’ণ্ডিত ম’রদে’হ উদ্ধার

তিনি আরো বলেন যে, ‘শনিবার রাতেও তারা আমাকে খুঁজতে ছাত্রাবাসে আসেন। তারা আমাকে বাইরে বের হতে বলেন। বাইরে আসলেই তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করতে থাকে ।’

ঝিনাইদহ সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, ‘আবু সাঈদ নামে এক শিক্ষার্থী হাপসাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

আরও পড়ূনঃ ১৬ টাকার ওষুধ ৫২০ টাকায় বিক্রি, ফার্মেসি সিলগালা

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আর্জেন্টিনা ও সৌদি আরবের খেলায় একজন সৌদি সাপোর্ট করায় কে বা কারা তাকে পিটিয়ে আহত করেছে বলে শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top