বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা টোল প্লাজায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলেন; চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট এর ৪র্থ পর্বের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান(২০) ও মিনারুল ইসলাম (২০)।
জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ব্যাবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মহানন্দা টোল প্লাজার সামনে পিছন থেকে একটি ট্টাক ধাক্কা দেয়। গুরুতর জখম হলে তাদেরকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেন।ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়