‘হেফাজত নেতাকর্মীদের’ হামলায় ফরিদপুর থানায় ৬ পুলিশ সদস্য আহত

‘হেফাজত নেতাকর্মীদের’ হামলায় ফরিদপুর থানায় ৬ পুলিশ সদস্য আহত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা থানায় হেফাজতে ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পৌরসভার আশপাশের বিভিন্ন মসজিদ থেকে এসে তারা এ হামলা চালায়।

এ সময় বিক্ষুব্ধরা থানায় ইট-পাটকেল ছোঁড়াসহ প্রধান গেটে হামলা চালায়। এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, যোহরের নামাজ শেষে শনিবার দুপুরে বিভিন্ন মসজিদ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে থানায় আক্রমণ করেন। পরে পুলিশ ৪০-৪৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে।

এই খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ ফরিদপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top