somoyerkhbor.com

ঝড়ে পন্টুন থেকে নদীতে পড়া সেই মাইক্রো উদ্ধার, এখনও নিখোঁজ চালক | সময়ের খবর

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় ঝড়ের কবলে পড়ে পন্টুনের তার ছিঁড়ে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী সেই মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর মঙ্গলবার (১১ মে) দুপুর ২টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। তবে চালক এখনও নিখোঁজ।

উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিসি র‌্যাকার, রাজবাড়ী ফায়ার সার্ভিসের টিম ও পাটুরিয়া ডুবুরি দল অংশ নেয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের পন্টুনের ওপর সাদা রঙের ঢাকা-মেট্রো-চ-১৪-২৬০৮ (নোহা) মাইক্রোবাস ফেরির জন্য অপেক্ষায় ছিল। হঠাৎ ঝড় শুরু হলে পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাসটি নদীতে ছিটকে পড়ে।

খবর পেয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ ঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। পরে পাটুরিয়া ঘাটের ডুবুরি দল এবং বিআইডব্লিউটিসিও উদ্ধার অভিযানে যোগ দেয়। তিন ঘণ্টা পর মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও তাতে কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- মাইক্রোবাসের চালক এখনও নিখোঁজ রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘচেষ্টায় গাড়িটি উদ্ধার করা হলেও তাতে কাউকে পাওয়া যায়নি। এখন নিখোঁজ চালকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

Exit mobile version