ফরিদপুরে জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের উদ্যোগে ৫শতাধিক ইফতার বিতরণ

ফরিদপুরে পথচারীদের মধ্যে ডক্টর যশোদা জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের উদ্যোগে ৫শতাধিক ইফতার বিতরণ –
আজ বুধবার (২৭ এপ্রিল) ফরিদপুরে ডক্টর যশোদা জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের উদ্যোকে শহরের ৫ শতাধিক দু:স্থ ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে ৩ টি পিকআপে করে শহড়ের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু করে বঙ্গবন্ধু চত্তর (রাজবাড়ি রাস্তার মোড়) পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ করা শেষে শহড়ের সেচ্ছাসেবকদের সম্মানার্থে সকলে একত্রে বসে ইফতার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডক্টর যশোদা জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের এডমিন এনামুল হাসান গিয়াস (ভিপি গিয়াস), তানভির আহমেদ শিমুল, মেহেদী হাসান হৃদয়, শেখ জুয়েল, এনামুল হাসান মাসুম প্রমুখ।
রোজাদার ব্যক্তির মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top