ত্রিশালে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত | সময়ের খবর

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ১ জুন) সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকপ্লনা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র রাশেদুল হাসান বিপ্লব, (এম ডি ভি) সুপার ভাইজার রোগ নিয়ন্ত্রক শাখা স্থাস্থ্য অধিদপ্তর মহাখলী ঢাকা তানজিল হাসান ও রবিউল ইসলাম এবং ত্রিশাল স্থাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ত্রিশালেও জলাতঙ্ক রোগ প্রতিরোধ টিকার গুরুত্ব বিষয়ে অবহিতকরণ সভায় জলাতঙ্ক রোগের একটি স্থির ভিডিও চিত্র পদর্শন করা হয়। কুকুর বিড়াল,শিয়াল, বানর বেজীর কামড় কিম্বা আচঁড়ের মাধ্যমে রোগটি ছড়ায়। এর প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মৎস্য এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এ পর্যন্ত সারাদেশে প্রথম রাউন্ড ১৬টি জেলায় সবক’টি উপজেলায় দ্বিতীয় রাউন্ড ও সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারীও গাইবান্ধা জেলার সবক’টি উপজেলাসহ ২০লক্ষ ৫৮হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *