আবারো সংসদ নির্বাচনে লড়বেন হিরো আলম

বগুড়ার ছেলে আশরাফুল আলম ওরফে হিরো আলম শোবিজে আসার পর থেকেই নানা কারণে চর্চা করছেন। এর মধ্যে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে সবচেয়ে বড় চমক দিয়েছিলেন তিনি। যদিও তিনি হেরেছেন বড় ব্যবধানে। ওই আসন থেকে আবারও নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম।

সম্প্রতি বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। তাদের মধ্যে পাঁচজন স্পিকারের কাছে ব্যক্তিগতভাবে লিখিত আবেদন জমা দেন। তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। ওই পাঁচটি আসনে উপনির্বাচন হবে ১ ফেব্রুয়ারি। পাঁচ আসনের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)। এ আসন থেকে আবারো নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হওয়া এই তারকা জানান, বগুড়া-৪ আসন থেকে জাতীয় পার্টির ব্যানারে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে চান তিনি।

আরও পড়ুনঃ আমি পাগলের মতো বলতে থাকলাম ‘মেসি তুমি কিছু করো’: পরীমনি

হিরো আলম বলেন, “তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার ভোট দিতে যাচ্ছি। আমাকে লাঙ্গল প্রতীক দেওয়া হলে আমি নির্বাচন করব। আর যদি না দেওয়া হয়, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।”

হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সংস্কৃত পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

বগুড়া-৪ আসনের আসন্ন উপ-নির্বাচনে হিরো আলম ছাড়াও লাঙ্গল প্রতীক দাবি করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ, নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম দয়া, রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত সাংবাদিক আবদুস সালাম বাবু।

আরও পড়ুনঃ জয়া আহসান এই শীতে ফেসবুকে উষ্ণতা ছড়াচ্ছেন

এর আগে হিরো আলম ২০১৮ সালের নির্বাচনেও জাতীয় পার্টি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তিনিও মনোনয়নপত্র কিনেছেন। কিন্তু পাইনি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন হিরো আলম। কিন্তু হেরে গেছে। ওই আসন থেকে সংসদ সদস্য হন বিএনপির প্রার্থী ড. মোশাররফ হোসেন। সম্প্রতি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

0 Comments on “আবারো সংসদ নির্বাচনে লড়বেন হিরো আলম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *