ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্বকাপ মেসির হাতে। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি তার প্রিয় দল, তার প্রিয় খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ দেখার আনন্দে প্রাণ হারিয়েছেন। বিজয়ের একদিন কেটে গেল, তখনও যেন মাথা ঘোরে। বিজয়ের উল্লাস থাকলেও তার কণ্ঠে এখনো মনে হয় একটু ভয় আছে। পরীমনি বলেন, ‘বিশ্বাস করুন, আমি এখনো ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে খেলা এখনো চলছে। খেলার ফলাফল যা হয় তাই হয়। এটা ভাল যাচ্ছে না. আমি আমার বয়সে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখিনি। খেলা চলাকালীন প্রতিটি মুহূর্ত আমাকে ভয় পেত।
ঢালিউডের নায়িকা দল আর্জেন্টিনার কট্টর সমর্থক খেলোয়াড় মেসি। বিশ্বকাপের শুরু থেকেই পরীমনি তার ফেসবুক পেজে মেসির প্রতি আবেশের ছবি ও ভিডিও প্রকাশ করে আসছেন। তবে ফাইনাল খেলায় প্রতিপক্ষ দল ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পেকে নিয়ে কিছুটা টেনশনে ছিলেন তিনি। তাই তিনি টেলিভিশন বন্ধ করে খেলা না দেখার কথা ভাবলেন। খেলা শুরুর পর কিছু সময়ের জন্য টেলিভিশনও বন্ধ করে দেন তিনি।
আরও পড়ুনঃ শুধু মেসির নাম বললেই বুকে গোল হয়ে যায়: পরীমনি
পরীমনি বলেন, ফলাফল কী হবে তা নিয়ে গতকাল সারাদিন টেনশনে ছিলাম। খেলা শুরুর কিছুক্ষণ পর টেনশন কমাতে শুয়ে পড়লাম। রাজ খেলা দেখছিল। মেসি যখন দুটি গোল করলেন, রাজ আমার কাছে খবরটি ব্রেক করলেন। আমি চিৎকার করে আবার খেলা দেখতে বসলাম।
এরপর ঘটনার সূত্রপাত। খেলার শেষ পর্যায়ে ফ্রান্স গোলের মূল্য পরিশোধ করলে আবারো টেনশনে পড়েন পরীমনি।
তিনি বলেন, ‘গোল পরিশোধ করলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। টেলিভিশনের সামনে আর থাকতে পারলাম না। ওই সময় আমি কী ছিলাম, আর্জেন্টিনা হেরে গেলে রাজকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হতো। তখন আমি পাগলের মতো বলতে থাকলাম ‘মেসি তুমি কিছু করো, কিছু করো’।
আরও পড়ুনঃ সন্তানের মা হতে যাচ্ছেন পরীমনি,খুশির খবর জানালেন নিজেই
রাজ ব্রাজিলের সমর্থক। তবে ব্রাজিলের কাছে হারের পর থেকেই তিনি আর্জেন্টিনার দারুণ সমর্থক। পরীমনি বলেন, দুই দল যখন টাই ছিল তখন রাজ আমাকে আশ্বস্ত করতে থাকে যে আর্জেন্টিনা জিতবে। রাজ আর্জেন্টিনার হয়ে আমার সাথে বাজি ধরতে চেয়েছিল, আমি ভয় পাইনি। আমি নিজেও জানি না টাইব্রেকারে আমার কী অবস্থা হয়েছিল। ‘
শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। কেঁদে ফেলেন পরীমনি। সেই মুহূর্তটি গোপনে ভিডিও করেন তার স্বামী শরিফুল রাজ। পরীমনি বলেন, ‘বিশ্বাস করুন, কান্না থামাতে পারিনি। আমি কাঁদতেছিলাম. পরে দেখলাম রাজ সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করেছে। তুমি কেমন বোধ করছো? আমি কাঁদছি, সে একটি ভিডিও করছে, এটা কিছু!’
এদিকে রাজ ও পরীমনির মধ্যে সমঝোতা হয়েছে যে ব্রাজিল জিতলে পরীমনিকে ইউরোপ সফরে নিয়ে যাবেন রাজ। আর আর্জেন্টিনা জিতলে দুজনে একসঙ্গে আর্জেন্টিনা যাবে। আর্জেন্টিনা জিতেছে, সেখানে যাওয়া হোক বা না হোক, পরীমনি বলেন, অবশ্যই যাব। আমরা শীঘ্রই এটি প্রস্তুত করব। আমাকে মেসির দেশে যেতে হবে। মেসি যদি জানতেন বাংলাদেশের একটি মেয়ে বাজি জিতে আর্জেন্টিনায় এসেছে, তাহলে কী শান্তি পেত!
0 Comments on “আমি পাগলের মতো বলতে থাকলাম ‘মেসি তুমি কিছু করো’: পরীমনি”