নিজেকে ভার্জিন দাবি করেছেন শ্রাবন্তী, উত্তাল নেটদুনিয়া

টলিউড তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিতর্ক তার নিত্যসঙ্গী। কখনো প্রেম-বিয়ে-ব্রেকআপ, কখনো বা বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে সমালোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। এখন অভিনয়ে নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি।

নানা বিতর্কের কারণে প্রায়ই খবরে থাকেন তিনি। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি এখন একা। কারো সাথে সম্পর্কিত নয়।

আরও পড়ুনঃ ভুল বোঝাবুঝির অবসান, রাজ-পরী একসঙ্গে

তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি চতুর্থবার বিয়ে করেছেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত অবিবাহিত। আমি আমার পরিবারের সাথে খুব ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, কেউ আমার মনের কষ্ট বোঝার চেষ্টা করেনি।’ শ্রাবন্তীর উত্তরে হেসে ফেলছেন নেটিজেনরা। তাদের একটাই প্রশ্ন, তিন বিয়ের পর কীভাবে একজন নারী ভার্জিন থাকবেন? এ নিয়ে ট্রোলের মুখেও পড়েছেন তিনি।

প্রসঙ্গত, জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পান জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু সেই সুখ বেশিদিন টেকেনি। ২০২০ সালে, রোশন সিং এবং শ্রাবন্তীর বিয়ে ভেঙে যায়।

0 Comments on “নিজেকে ভার্জিন দাবি করেছেন শ্রাবন্তী, উত্তাল নেটদুনিয়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *