সম্প্রতি ঢাকা সফরে এসেছেন বলিউড তারকা নোরা ফাতেহি। তবে তার বাংলাদেশ সফরে কোনো জলঘোলা হয়নি। ঢাকা সফরে তিনি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। ওই অনুষ্ঠানে তাকে নাচতে বলা হলেও তিনি শেষ পর্যন্ত নাচ করেননি।
আলোচনা শেষ না করে আবারও বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলছেন নোরা।
জানা গেছে, বাংলাদেশে একটি শুটিংয়ের সময় অভিনেত্রী তার সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন।
সোমবার (২১ নভেম্বর), নোরা আয়ুষ্মান খুরানার সাথে তার নতুন সিনেমা “অ্যান অ্যাকশন হিরো” প্রচারের জন্য “দ্য কপিল শর্মা শো”-তে ছিলেন।
ওই অনুষ্ঠানে তিনি ঘটনাটি প্রকাশ করেন। শুধু তাই নয়, ‘দিলবর’ খ্যাত এই অভিনেত্রীও জানান, অভিনেতার সঙ্গে তার ঝগড়া হয়।
তবে এই ঘটনাটি নোরা ফাতেহির সাম্প্রতিক সফরের সময় কিনা তা জানা যায়নি। কারণ এর আগেও একবার বাংলাদেশে এসেছিলেন নোরা ফাতেহি। সহ-অভিনেতা কোন দেশের তা জানা যায়নি।
“দ্য কপিল শর্মা” শো-এর একটি পর্বে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে।
আরও পড়ুনঃ ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে ইসলামের পথে অভিনেত্রী
নোরা বলেন, ‘বাংলাদেশে শুটিং করতে গিয়ে একবার একজন অভিনেতা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আমি তাকে থাপ্পড় মারলাম এবং সে আমাকে ফিরে থাপ্পড় দিল।
নোরা আরও বলেন, “ তাকে আমি আবারথাপ্পড় দিলে সে আমার চুল টেনে ধরে। তারপরে একটি দুর্দান্ত যুদ্ধ হয়েছিল আমাদের। পরিচালক এসে থামিয়ে দেন।”
যদিও ঢাকা সফর উপলক্ষে নোরা বলেছিলেন, “ঢাকায় দ্বিতীয়বারের মতো আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি বারবার বাংলাদেশে ফিরে আসতে চাই।”
নোরা বাংলাদেশ থেকে দুবাই গিয়েছিলেন, তিনিও কাতার বিশ্বকাপের থিমে নেচেছেন।
Pingback: বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের স্ট্যাটাস, বুবলীও ছেড়ে দেননি
Pingback: ভারতের সর্বকনিষ্ঠ মুসলিম নিউরোসার্জন মরিয়ম আফিফা