পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি পেনাল্টি মিস না করলে ব্যবধান ৩-০ হতে পারত।
ম্যাচের ৩৬ তম মিনিটে, স্পট কিক থেকে নেওয়া তার শট বাম দিকে ঝাঁপিয়ে পোলিশ গোলরক্ষক ওজিয়েচ সেজনি রক্ষা করেন।
মেসির মিসকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তসলিমা নাসরিন। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন এই লেখক। মেসির জায়গায় থাকলে সে সময় গোল করতে পারতেন!
আরও পড়ুনঃ শুধু মেসির নাম বললেই বুকে গোল হয়ে যায়: পরীমনি
ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘মনে হচ্ছে আমিও সেই পেনাল্টি কিক মিস করতাম না। কিন্তু মিস করেন মেসি। পুরো গন্ডগোল। এটা কি কোন অর্থে? বিশ্বকাপে তিনটি পেনাল্টি কিকের মধ্যে দুটি মিস করেন মেসি। আর তাকে নিয়ে মানুষের উন্মাদনার সীমা নেই। আমি শুনেছি যে সে এখন পর্যন্ত খেলার সময় ২৯ বা ৩১ টি পেনাল্টি মিস করেছে। উফ! আপনি কল্পনা করতে পারেন?
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে মেসি ৩১ টি পেনাল্টি মিস করেছেন। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টাইন অধিনায়ক বলেন, পেনাল্টি মিস করায় আমি রেগে গিয়েছিলাম। কিন্তু আমার ভুলের পর দল শক্তভাবে ফিরে আসে। আমরা জানতাম যে যখনই প্রথম গোল হবে, খেলা বদলে যাবে। ‘
Pingback: আমি পঙ্গু হয়ে গেছি : তসলিমা নাসরিন