ভুল বোঝাবুঝির অবসান, রাজ-পরী একসঙ্গে

অভিনেতা শরিফুল রাজের বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এমনটাই জানালেন আরেক অভিনেত্রী শিরিন শীলা।

শিরিন শীলা সোশ্যাল মিডিয়া ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে পরী এবং রাজ জুটি শিরিনকে ভিডিও কলে শীলার সাথে কথা বলতে দেখা যায়। এসময় তাদের ছেলে রাজ্যকেও দেখা যায়।

শিরিন শিলা পোস্টটি শেয়ার করে লিখেছেন, অভিনন্দন দোস্ত পরীমনি। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার একটি সুখী পরিবার গড়তে। পরীমনির দুনিয়া ধ্বংস দেখে যারা খুশি তাদের বিষ খাইতে হবে কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার অধিকার নেই। পরী-রাজা, রাজ্য জয় হোক।

এর আগেই বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাড়ি ছেড়েছেন পরীমনি। এরপর নতুন বছরের প্রথম দিন রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিছানা ও বালিশে রক্তের দাগসহ দুটি ছবি পোস্ট করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন অভিনেত্রী। তিনি লিখেছেন, শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।

এদিকে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে পরী তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর, ২০২১, মাত্র সাত দিনের পরিচয়ের পর পরী-রাজ গোপনে বিয়ে করেন। তারা ১০ জানুয়ারী, ২০২২-এ খবরটি প্রকাশ করে। একই সময়ে, দম্পতি একটি সন্তান হওয়ার বার্তাও দিয়েছিলেন।

এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে হয় তাদের। আর গত ১০ আগস্ট তাদের বাড়ি আলো করতে আসেন ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *