মারজুক রাসেলের ফেসবুক অ্যাকাউন্ট উধাও. কবি, গীতিকার ও জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ফলস্বরূপ লক্ষ লক্ষ অনুসারী এই প্ল্যাটফর্মে তাকে অনুসরণ করতে শুরু করে।
কিন্তু সম্প্রতি ফেসবুক দুনিয়া থেকে উধাও হয়ে যায় মারজুক রাসেলের অ্যাকাউন্ট।
এ বিষয়ে মারজুক রাসেল বলেন, মূলত একাধিক প্রতিবেদন পড়ার কারণেই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে। আমার বর্তমানে একটি ফেসবুক অ্যাকাউন্ট নেই, তবে একটি পেইজের মাধ্যমে ফেসবুকে যুক্ত আছি।
গীতিকার মারজুক রাসেল ব্যাপক জনপ্রিয় গান লিখেছেন। এর মধ্যে রয়েছে- আসিফের ‘তুমি হারিয়ে গেলে তোমার সাথে নিয়ে যাও’, ‘ও আমের পাগলা ঘোররে’, জেমসের ‘তেরো নদী সাত সমুদ্র’, ‘হাউজি’, ‘মীরাবাই’, ‘আমি বাসবো যে জ্বলে’, হাবিব ও ন্যান্সির ‘বাহির’। ‘ “চল দূরে থাকি।”
মারজাউক রাসেল ২০০৪ সালে ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়। তাঁর প্রথম প্রকাশিত কবিতার শিরোনাম ছিল ‘বন্ধন ছাড়া সংযোগ হারাম। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত মারজুক রাসেল।