somoyerkhbor.com

মিডিয়ার সিন্ডিকেটে টিকতে গেলে গার্লফ্রেন্ড, বউ হতে হয়’

মিডিয়ার সিন্ডিকেটে টিকতে গেলে গার্লফ্রেন্ড, বউ হতে হয়’
শোবিজ অঙ্গনে কাদা ছোড়াছুড়ি নতুন নয়।  চলচ্চিত্র শিল্পে এই হার বিশেষভাবে শক্তিশালী।  সম্প্রতি একজন শিল্পীকে অপমান করার প্রতিবাদে এগিয়ে এসেছেন শোবিজের কিছু মানুষ।  তাদের একজন নির্মাতা ও অভিনেত্রী মিষ্টি জান্নাত।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি মনে করি, সবার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলাটা খুবই জরুরি।  কাউকে ছোট করতে হলে নিজেকে ছোট করতে হবে।  আমরা কেউই নিখুঁত নই, মনে রাখবেন।

  মিষ্টি জান্নাতের মতে, নির্মাতা ও শিল্পীর সম্পর্ক হবে পরিবারের সদস্যদের মতো। তিনি বলেন মিডিয়া আমাদের আরেকটি পরিবার, এটা ভুলে গেলে চলবে না।  আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান করতে পারি না।  বাইরের মানুষ কেমন করে সম্মান করবে?  এ কারণে আজ মিডিয়ার মানুষ সম্মান পায় না।

  তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে এই ফিল্ম মিডিয়ার মানুষকে দেবতার মতো পূজা করা হয়।  আর হ্যাঁ, সিন্ডিকেটের কারণে এই শিল্পে (ঢালিউড) কাজ করা খুবই কঠিন।  এই সিন্ডিকেটে টিকে থাকতে হলে নিজেকেই সিনেমা নির্মাণ করতে হবে।  আর না হলে গার্লফ্রেন্ড, বউ হতে হবে।  যা খুবই হাস্যকর।

Exit mobile version