কাতারে চলতি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের গোলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে কোচ লিওনেল স্কালোনির দল। প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা।
ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমনি আর্জেন্টিনার অন্ধ ভক্ত। তিনি তার প্রিয় দলের প্রতিটি ম্যাচ দেখেন। শুধু তাই নয় তাৎক্ষণিক প্রতিক্রিয়াও দেন নায়িকা।
নকআউট পর্বের টিকিট নিশ্চিত হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় পরীমনি লেখেন, “কমেন্ট বক্সে মেসির নাম বললেই আমার হৃদয় ফুলে যায়!” মন্তব্যের বিকল্প বন্ধ থাকায় নেটিজেনরা মন্তব্য করতে পারেননি। কিন্তু পরীর স্ট্যাটাস শেয়ার করেছেন প্রায় দুই শতাধিক নেটিজেন।
প্রসঙ্গত, ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে পোল্যান্ডের ডিফেন্ডাররা বারবার মেসি-ডি মারিয়াদের আক্রমণ রুখে দিচ্ছিল। ৩৮তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ডি-বক্সের ভেতরে বল বাঁধতে গিয়ে মেসিকে ধাক্কা দেন পোল্যান্ডের গোলরক্ষক। ফলে ভিএআর যাচাই করে আর্জেন্টিনাকে পেনাল্টির সংকেত দেন রেফারি। তবে সহজ সুযোগ পেয়েও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। ডানদিকের তার শট পোলিশ গোলরক্ষক সিজেসনি বাধা দেন। ফলে প্রথমার্ধে ৬৫ শতাংশ বল দখলে রেখেও গোলশূন্য বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুনঃ আফরান নিশো অবশেষে সিনেমার নায়ক
বিরতির পর কাঙ্খিত গোল পায় আর্জেন্টিনা। ৪৭তম মিনিটে ডানদিক থেকে মোলিনার ক্রস থেকে গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। যার কারণে পুরো স্টেডিয়ামে ভক্তদের উল্লাস করেছেন তিনি। দেশের জার্সিতে এটি ছিল তার প্রথম গোল।
এরপর ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। পোলিশ ডিফেন্সে দারুণ দক্ষতায় এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস পেয়ে কোনাকুনিতে ওয়ান টাচ শট নেন আলভারেজ। তবে লাফিয়েও বল আটকাতে পারেননি পোলিশ গোলরক্ষক সেজনি। বল তার নাগালের বাইরে গিয়ে জালে যায়।