উপস্থাপক ইসরাত পায়েল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় শুরু হয়েছে। পায়েল ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।
এর আগে, ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে মীর সাব্বির পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় বলেন, ‘এই মাটিরি তুমি এরম উদালা গাই আছো কিয়েরলিগা।’
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে 16 নভেম্বর মীর সাব্বির তার মন্তব্য পরিষ্কার করেন। ‘এক দেশের গালাগালি, অন্য দেশের দাঙ্গা’ বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপক তার কথার অর্থ বুঝতে পারেননি।
আরও পড়ুনঃ সুনেরাহ-সিয়ামের চুমুর ভিডিও নিয়ে মুখ খুললেন স্ত্রী শাম্মা
এদিকে মীর সাব্বিরের মতো গুণী অভিনেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে ক্ষুব্ধ শোবিজের অনেক তারকা। তারা অভিনেতার পক্ষে জোরে আওয়াজ তোলেন। সেই উপস্থাপককে হাত ধরেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ হিরো আলম। কারণ মিসেস ইউনিভার্সের অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি হিরো আলমকে নিয়ে কটূক্তিও করেন।
পায়েল বলেন, হিরো আলমকে আমি হিরো হিসেবে দেখি না। তিনি একজন আদর্শ কমেডিয়ান হতে পারেন, কিন্তু নায়ক নন। আমি ভাইরাল/জনপ্রিয়তায় নই যা খ্যাতি আনে না।
জবাবে হিরো আলম বলেন, আয়নায় নিজের চেহারা দেখেছেন? ভাবুন তোকে (পায়েল) কত মানুষ চেনে। আর সারা বিশ্ব আমাকে চেনে। আগে ভাবুন আপনি আমার সাথে অভিনয় করার যোগ্য কিনা।
তিনি আরও বলেন, ইসরাত পায়েলকে চিনতাম না। সেদিন ভাইয়ের সাথে ঘটনার পর মীর সাব্বিরের কথা প্রথম জানতে পারি।