৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব: মাহি (ভিডিও)

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহে দারুণ উচ্ছ্বসিত নায়িকা।

এ সময় মাহি গণমাধ্যমকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন যাতে প্রধানমন্ত্রীর ভিশন থেকে পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করতে চান।

মাহির মন্তব্য, আমি সব সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ করি। আমি তাকে অনুসরণ করেছি এবং ছোট পরিসরে মানুষের জন্য কাজ করেছি। তবে আমার স্বামীর অনুপ্রেরণায় আমি রাজনীতির মাধ্যমে আরও বড় পরিসরে মানুষের সেবা করতে চাই।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আমার এলাকা খুবই পিছিয়ে। শুধু সমন্বয়ের অভাবে। আমি চাই না আমার চাঁপাইনবাবগঞ্জ-২ প্রধানমন্ত্রীর ভিশনের উন্নয়নে পিছিয়ে থাকুক।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক সংগঠক, সমাজসেবক ও শিল্পী হিসেবে মাহিয়া মাহিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়েছিল। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে মাহি অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তিনি অভিনয় করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যয়ক ভুলা’, ‘ভালোবাসা আজকাল’, ‘টাবু শোময়’, ‘হানিমুন’, ‘আনেক সাধের ময়না’-এ। , ‘দেশ দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি- 2’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *