‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে সবার নজরে আসেন পার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করলেও এখন তিনি অভিনেত্রী। কাজ করতে গিয়ে নানা পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। শিল্পে রাজনীতির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন দীঘি।
সোমবার (১২ ডিসেম্বর) দিঘী তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘তুমি জানো একা তারকা শিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায়ই আমি অনেক লোককে পোস্ট করতে দেখি যে তারা নতুন হিসাবে কাস্ট করা হচ্ছে। তখন আমি হেসে বলি, মানুষ কেন অন্যকে মিথ্যা আশা দেয়, যেখানে তারা আমাকে এবং আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়। যারা নতুন প্রজেক্টে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু আমি এই ধরনের ভুয়া লোকের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং আমাকে অপমান করে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর মানুষ।’
আরও পড়ুনঃ দীঘির সাথে কাজ করে বেশ আরাম পেয়েছি: ইমন
“অনুশোচনা নেই, আমার কোন, কারণ আমি আমাকে চিনি জানি, আমি আমার দক্ষতা সম্পর্কে জানি। যারা আমাকে সত্যিকারের ভালোবাসে তাদের দোয়া আমার সাথে আছে এবং আমি আল্লাহর উপর ভরসা করি।’
দিঘীর স্ট্যাটাসের পর থেকেই আঙুল তুলেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। কারণ রাফির নতুন সিনেমা ‘সুরাঙ্গা’তে দিঘীকে কাস্ট করার কথা ছিল। প্রায় ছয় মাস আগে দীঘির সঙ্গেও কথা হয় রাফির। কিন্তু শেষ মুহূর্তে দীঘি ছেড়ে তমা মির্জাকে সেখানে নিয়ে যান এই পরিচালক।
আরও পড়ুনঃ যাকে চাচ্চু ডেকেছি, তার সঙ্গে সম্ভব না: দীঘি
রাফি বলেন, ‘আমি একজন প্রযোজক, ছবি করার আগে অনেকের সঙ্গে প্রাথমিক আলোচনা করতে পারি। কেউ কি ভাবতে পারেন এটা চূড়ান্ত! দীঘির সঙ্গে এই ছবিটি নিয়ে কথা হয়েছে- তাই অনেকের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কাউকে প্রতিশ্রুতি দেইনি। আমার গল্পে যার সঙ্গে মানানসই হবে তার সঙ্গেই কাজ করব।
যদিও দিঘীর স্ট্যাটাসে কারো নাম উল্লেখ নেই। অবশেষে তিনি লেখেন, ‘এটা লেখার কোনো উদ্দেশ্য আমার নেই। আর আমি তিন বছর ধরে এই রাগ পোষণ করছি। এই সিন্ডিকেট খেলায় আমি একেবারেই অসুস্থ এবং ক্লান্ত, দুঃখিত।’