ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে:
1. 2*2 ল্যাব প্রিন্ট ছবি
2. আবেদনপত্র
3. NID/স্মার্ট কার্ড/জন্ম নিবন্ধনের কপি
4. ইউটিলিটি বিলের আপডেট কপি বর্তমান ঠিকানা অনুযায়ী।
5. গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট (ন্যূনতম ব্যালেন্স 20,000) / ডলার অনুমোদন।
6. প্রফেশনাল সার্টিফিকেট (এনওসি/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
7. শেষ ভিসার কপি (যদি থাকে)।
8. পাসপোর্ট কপি
9. নতুন এবং পুরানো পাসপোর্ট (এটি একসাথে পিন করুন)
10. 840 ৳ ফি (UPAY)
উপরের সিরিয়াল অনুযায়ী কাগজপত্র সাজান।
দেখুন আপনি কোথায় যেতে চান এবং কোন পোর্ট ভিসা করতে চান??
আপনি যদি সিকিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চান:
চ্যাংড়াবান্ধা বা ফুলবাড়ী দিতে হবে। ফুলবাড়ি দিলে খুব সহজেই পৌঁছে যাবে শিলিগুড়ি। তবে এ বন্দরে সুযোগ-সুবিধা না থাকায় বেশির ভাগ পর্যটক চ্যাংরাবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংরাবান্ধা দিয়ে প্রবেশ করলে শিলিগুড়ি পৌছাতে প্রায় ২ ঘন্টা পথ পাড়ি দিতে হয়।
আপনি যদি মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশে যেতে চান:
আপনাকে ডাউকি বন্দর দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
আপনি যদি ত্রিপুরা যেতে চান:
আগরতলা বন্দর দিয়ে ভিসা নিতে হবে।
পূর্বের নিয়মানুযায়ী উপরের যেকোনও পোর্ট গ্রহণ করলে অতিরিক্ত পোর্ট (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় তাই শুধুমাত্র বেনাপোল বন্দর আলাদাভাবে নেওয়ার ক্ষতি।
দ্রষ্টব্য: এছাড়াও আপনি ভিসার পরে মাত্র 300 টাকা দিয়ে 7 দিনের মধ্যে আরও 2টি পোর্ট সংযোগ করতে পারেন।
0 Comments on “ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে:”