সায়দাবাদ ও গুলিস্তান টু কালীগঞ্জ গোল্ডেন লাইন বাসের সময়সূচী। গোল্ডেন লাইন অনেকের কাছে সেরা একটি পরিবহন। দেশের দক্ষিণ থেকে উত্তরে অনেকেই এই বাসেই যাতায়াত করেন। শুধু ঢাকা-ফরিদপুরের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা দেশের অন্যান্য অঞ্চলেও সুনামের সাথে তাদের সেবা দিয়ে আসছে।
সম্প্রতি গত মার্চে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই দক্ষিণাঞ্চলে অনেক নতুন পরিবহন বাস সেবায় এসেছে। আবার অনেক পরিবহন তাদের পুরাতন বাসের সাথে নতুন বাস সংযোজন করে সেবা বৃদ্ধি করে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের জনপ্রিয় বাস সার্ভিস গোল্ডেন লাইন পরিবহনও পদ্মা সেতু চালুর পর তাদের যাত্রীদের জন্য নতুন বাস এনেছে সাথে এ অঞ্চলের বিভিন্ন জেলায় নতুন করে বাস সেবা চালু করছে।
এবার তারা কালীগঞ্জ টু ঢাকা তাদের বাস চালু করলো। যারা ঢাকা থেকে কালীগঞ্জে যাবেন তাদের জন্য গোল্ডন লাইন গুলিস্তান ও সায়দাবাদ থেকে বাস ছাড়ার ব্যবস্থ করেছে। এ দুই স্থানেই তারা তাদের কাউন্টার তৈরি করেছে। আপনি যদি ঢাকার সায়দাবাদ অথবা গুলিস্তান থেকে সাতক্ষীরার কালীগঞ্জ যেতে চান তবে নিন্মের সময়সূচী আপনার জন্য-
আরও পড়ুনঃ সায়দাবাদ থেকে ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনের নতুন সময়সূচী
সায়দাবাদ থেকে গোল্ডেন লাইন পরিবহনের কালীগঞ্জের গাড়ী ছাড়ার সময়সূচী-
০১. সকাল ০৬.১৫ মিনিট কালীগঞ্জ
০২. সকাল ১০.৩০ মিনিট কালীগঞ্জ
০৩. দুপুর ০১.৪৫ মিনিট কালীগঞ্জ (RM2)
০৪. দুপুর ০২.৩০ মিনিট কালীগঞ্জ
০৫. রাত ০৮.০০ মিনিট কালীগঞ্জ
আরও পড়ুনঃ সায়দাবাদ থেকে মাগুরা গোল্ডেন লাইন পরিবহনের নতুন সময়সূচী
গুলিস্তান থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে গোল্ডেন লাইন বাস ছাড়ার সময়সূচী-
০১. সকাল ০৭.১৫ মিনিট কালীগঞ্জ
০২. সকাল ০৯.৩০ মিনিট কালীগঞ্জ
০৩. বিকাল ০৫.০০ মিনিট কালীগঞ্জ
আরও পড়ুনঃ সায়দাবাদ থেকে গোল্ডেন লাইন পরিবহনের বিভিন্ন স্থানে গাড়ী ছাড়ার নতুন সময়সূচী
সায়দাবাদ থেকে জীবননগরের উদ্দেশ্যে সারাদিনে কয়টা গাড়ি কোন কোন সময় ছেড়ে যাচ্ছে, জানতে চাই