সায়দাবাদ থেকে মাগুরা গোল্ডেন লাইন পরিবহনের নতুন সময়সূচী। গোল্ডেন লাইন পরিবহন দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পরিবহন। দেশের দক্ষিণাঞ্চল ছাড়াও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলের কারণে এইসকল রুটে বেশ সুনামের সাথে তাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণাঞ্চলের জন্য এক নতুন দুয়ার উম্মোচিত হওয়ার পর এই পরিবহন খাতে নতুন নতুন পরিবহন যুক্ত হচ্ছে সেই সাথে পুরাতন পরিবহন যুক্ত করছে নতুন নতুন বাস। গোল্ডেন লাইন পরিবহনও এখন মাগুরা, যশোর, ঝিনাইদহসহ এই অঞ্চলে নিয়মিত যাতায়াত ও নতুন বাস সেবা চালু করছে। যাত্রীদের চাপের উপরে ভিত্তি তারা তাদের বাসের পরিমাণও বৃদ্ধির কথা বলছে।
যারা সায়দাবাদ থেকে গোল্ডেন লাইন পরিবহনের মাধ্যমে মাগুর যেতে চান আজকের এই আর্টিকেলটি তাদের জন্য। আপনি নিন্মে গোল্ডেন লাইন পরিবহনের সর্বশেষ ও নতুন সময়সূচী পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ সায়দাবাদ থেকে গোল্ডেন লাইন পরিবহনের বিভিন্ন স্থানে গাড়ী ছাড়ার নতুন সময়সূচী
সায়দাবাদ থেকে মাগুরা গোল্ডেন লাইন পরিবহনের নতুন সময়সূচী-
০১. সকাল ০৬.১৫ মিনিট মাগুরা
০২. সকাল ০৯.৩০ মিনিট মাগুরা
০৩. সকাল ১০.৩০ মিনিট মাগুরা
০৪. সকাল ১১.৩০ মিনিট মাগুরা
আরও পডুনঃ সায়দাবাদ থেকে ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনের নতুন সময়সূচী
০৫. দুপুর ০১.৪৫ মিনিট মাগুরা (RM2)
০৬. দুপুর ০২.৩০ মিনিট মাগুরা
০৭. বিকাল ০৩.৩০ মিনিট মাগুরা
০৮. বিকাল ০৫.০০ মিনিট মাগুরা (RM2)
০৯. রাত ০৮.০০ মিনিট মাগুরা
১০. রাত ০৯.০০ মিনিট মাগুরা
১১. রাত ১০.৩০ মিনিট মাগুরা
Pingback: মধুখালি টু ঢাকা গোল্ডেন লাইন বাসের নতুন সময়সূচী