somoyerkhbor.com

বোয়ালমারী থেকে পদ্মা সেতু দিয়ে সরাসরি ঢাকা BRTC – AC বাসের সময়সূচি ও ভাড়া

বোয়ালমারী টু ঢাকা বি আর টি সি বাসের সময়সূচী, যোগাযোগ নম্বর ও ভাড়ার তালিকা। বি এর টি সি পরিবহন খুব সুনাম ও দক্ষ ব্যবস্থাপনার সাথে সারা দেশে তাদের বাস সেবা দিয়ে আসছে। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সরকার ভর্তুকি দিয়ে অন্যান্য পরিবহনের থেকে তুলনামূলক কম খরচে আরামদায়ক ভ্রমণ করার সুযোগ দিচ্ছে। দূরের পথ ভ্রমণে বি এর টি সি পরিবহন এসি বাস সার্ভিস দিচ্ছে। এতে গরমের মধ্যে যাত্রিরা কিছুটা আরামদায়ক যাতায়াত করতে পারছে।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দক্ষিন বঙ্গের বিভিন্ন জেলার বাস মালিকরা নতুন নতুন বাস সেবা চালু করে নতুনভাবে সেবা দিতে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় সরকারি পরিবহন বি আর টি সি ও তাদের সেবা বৃদ্ধির জন্য নতুন রুটে বাস চালু করছে।

পদ্মা সেতু চালু হওয়ার পূর্বে ঢাকা টু ফরিদপুর অথবা ফরিদপুর টু ঢাকা বি আর টি সি এর কোনো বাস সার্ভিস চালু ছিল না কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই প্রথমে ফরিদপু টু ঢাকা রুটে বাস সেবা চালু করে বাংলাদেশের জনপ্রিয় এই পরিবহন। এরপর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা থেকেও যাত্রী তুলে নতুনভাবে সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছে বি আর টি সি পরিবহন। সেই ধারাবাহিকতায় এবার ফরিদপুর জেলার আরো একটি উপজেলায় যাত্রীদের সেবা দিতে বোয়ালমারী উপজেলা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বি এর টি সি কর্তৃপক্ষ। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের অনেকটা সুবিধা হয়েছে। যাতায়তের জন্য প্রয়োজনীয় তথ্য নিম্নে দেয়া হলো-

আরও পড়ুনঃ বিআরটিসি ফরিদপুর টু ঢাকা বাসের সময়সূচী, টিকিটের মূল্য ও কাউন্টার নম্বার

ঢাকা টু বোয়ালমারী অথবা বোয়ালমারী টু ঢাকা বি আর টি সি এসি বাসের চলাচলের রুট-

ভায়া- ভাঙ্গা, ভাটিয়াপাড়া, মাঝিঘাতি, ব্যাসপুর, সহস্রাইল।

বোয়ালমারী থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার সময়সূচী-

১. সকাল ৬.৩০ মিনিট

২. সকাল ৯.০০ মিনিট

www.somoyerkhbor.com

৩. দুপুর ২.০০ মিনিট

আমাদের তথ্য দ্বারা আপনার উপকার হলে শেয়ার দেয়ার অনুরোধ রইলো।

৪. বিকাল ৬.০০ মিনিট

 

গুলিস্তান থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার সময়সূচী
১. সকাল ১০:০০ মিনিট
২. দুপুর ০১:০০ মিনিট
www.somoyerkhbor.com
৩. সন্ধ্যা ০৬:০০ মিনিট
৪. রাত ০৯:৩০ মিনিট

যোগাযোগের নাম্বারঃ-

বিআরটিসি বোয়ালমারী কাউন্টার মোবাইল নং- ০১৯৮০৬৩২২৫৫

গুলিস্তান বিআরটিসি কাউন্টার মোবাইল নং- 01980-632277

ভাড়ার তালিকাঃ-

তেলের দাম বৃদ্ধির কারণে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বোয়ালমারী, বিআরটিসির এসি বাস নির্ধারিত ভাড়া-৫৫০/=

তথ্যটি ভালো লাগলে শেয়ার দেয়ার অনুরোধ রইলো।

Exit mobile version