আমি সেই নারী, যে তোমার রক্তের বোন হয়ে শতত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছি তোমার জীবন।
আমি সেই নারী, যে তোমারই কন্যা হয়ে দায়িত্ব কর্তব্যের প্রতি উদার হয়েছি।
পরম যত্নে নিজ সন্তানের মতো লালন পালন করেছি তোমার নুইয়ে পড়া বার্ধক্যে।
আমি সেই নারী, যে তোমার বন্ধু হয়ে থেকেছি পাশে।
বিপদে দুঃসময়ে বাড়িয়ে দিয়েছি বন্ধুত্বের হাত।
আমি সেই নারী, যে একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমার স্ত্রী হয়েছি।
আমি তোমার বুকে আশ্রয় খুঁজেছি নির্ভরশীলতার।
প্রতিটি কর্মে যুগিয়েছি সাহস, দিয়েছি শক্তি, উদারতা, সহনশীলতা, ভালোবাসায় কানায় কানায় পূর্ণ করে দিয়েছি তোমার জীবন।
আমি সেই নারী, যে তোমাকে দুঃসহ যন্ত্রণায় দশটি মাস একটু একটু করে পরিপক্ব করে তুলেছি আমার তেজোগর্ভে।
আমার গর্ভে ধারণ করেই তুমি এই সুন্দর পৃথিবীর আলো দেখেছো।
আমার বুকের রক্ত পান করেই আজ তুমি হয়ে উঠেছো শক্তিশালী পুরুষ।
আজ আমি সেই নারীই, যাকে খুবলে খাওয়ার জন্য তুমি হন্যে হয়ে খুঁজে বেড়াও অন্ধকার অলিগলি, নির্জন ভূমি।
আমার শক্তিতেই বেড়ে ওঠা পুরুষ আজ আমাকেই ধর্ষণ করে ছুঁড়ে ফেলে দাও নোংরা ডাস্টবিনে।।
মুগদা, ঢাকা।