কবিতা – ‘তোমার চোখে’

কবিতা – ‘তোমার চোখে’

কবিতা - 'তোমার চোখে'

কবি, রুমা তাহেরা

তোমার চোখের পৃথিবীতেই আমার বাস।

সেখানে প্রতিদিন একটু একটু করে বানাই স্বর্গীয় প্রেমের ঘর।

উঠানেই হাসনাহেনা তার সবটুকু ভালোবাসার সুগন্ধ ঢেলে দেয় রাতভর।

বাড়ির সামনেই উর্বর ভূমিতে চাষ করি রজনীগন্ধা, গোলাপ ফুল, নিজহাতে করি পরিচর্যা।

ফুলে ফুলে ভরে ওঠে সারা পৃথিবী তোমার,

প্রেমকে শক্ত হাতে আলিঙ্গন করি বুকে আমার।

সন্ধ্যায় খোলা জানালায় বসে বহু আঙ্গিকে, বিচিত্র বিন্যাসে তোমাকে প্রেমের কবিতা শোনাই।

রবীন্দ্র, নজরুল, শেক্সপিয়ার, পাবলো নেরুদা আরো অনেকের —-

গোলাপ সজ্জিত ঘরে প্রেমের সুগন্ধ ছড়িয়ে অনন্ত ভালোবাসার স্বপ্ন বুনাই।

রাত্রিতে চাঁদের যৌবন জোছনা হয়ে আলো ঝরায় সমগ্র পৃথিবীতে।

তুমি আর আমি ঘাস ফুলের বিছানায় বসে করি জোছনা স্নান,

তোমার অভিজাত নাক ছোঁয় আমার নাক, ভালোবাসার বিস্ফোরণ ঘটিয়ে আমি তোমাতেই হই তিরোধান।

জীবনে জীবন হই,

তোমার চোখেই বাঁধা পড়ে রই

শেয়ার করুন

One response to “কবিতা – ‘তোমার চোখে’”

  1. […] আসবে বলে’ “জীবন রং” – কবিতা কবিতা – ‘তোমার চোখে’ ঝিনাইদহ টু ঢাকা গোল্ডেন লাইন […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme