১০০ টাকা যাতায়ত ভাতা সহ টিটিসি তে ফ্রি কোর্স

১০০ টাকা যাতায়ত ভাতা সহ টিটিসি তে ফ্রি কোর্স

বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার দেশের বেকার সমাজকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রি তে প্রশিক্ষণ দিচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীনে জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ফরিদপুরে সম্পূর্ণ বিনা খরচে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন Skill for employment investment program (SEIP) প্রকল্পের আওতায় বিভিন্ন কোর্সে প্রায় ২২০ জনকে প্রশিক্ষণ দেবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

নিন্মবর্ণিত কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে-

১. গ্রাফিক্স ডিজাইন (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- এসএসসি/সমমান পাশ।

২. ইলেক্ট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

৩. ম্যাশন (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

৪. মেশিন শপ প্র্যাকটিস (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

৫. প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

৬. ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন (আসন সংখ্যা-৩০)
বয়স সীমা- ১৮-৪৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

৭. মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স- (আসন সংখ্যা-৪০, ২০/২০)
বয়স সীমা- ২১-৩৫ বছর, যোগ্যতা- জেএসসি/ সমমান পাশ।

উপরের সবগুলো কোর্সেরই মেয়াদ ৪ মাস অর্থ্যাৎ কোর্সটি মে-আগষ্ট/২২ এই সময়ের মধ্যে সম্পন্ন হবে।
ভর্তির নিয়মাবলি-

১. ভর্তি ফরম বিতরণ ও জমাদানের শেষ তারিখঃ ০২/০৪/২০২২ থেকে ২৩/০৪/২০২২ পর্যন্ত।
২. ভর্তির তারিখঃ ২৬/০৪/২০২২ থেকে ২৭/০৪/২০২২ পর্যন্ত।
৩. ক্লাস শুরুঃ ০৫/০৫/২০২২।
ভর্তি ফরমের সাথে জমাদানের প্রয়োজনীয় কাগজপত্রঃ
১. জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের ফয়টোকপি
২. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি
৩. পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক পারিবারিক আয়ের মূল সনদপত্র
৪. মোটর ড্রাইভিং কোর্সের জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
৫. মোটর ড্রাইভিং কোর্সের জন্য ভর্তির সময় চোখ পরীক্ষা সনদ ও ডোপ টেস্ট সনদ জমা দিতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme