somoyerkhbor.com

চুলের যত্নে ঘরোয়া ৫ প্যাক || পেঁয়াজের রসের মাস্ক || চুলের যত্নে পেঁয়াজ এবং তার ব্যবহার বিধি

বর্তমানে কম-বেশি অনেকেই চুলপড়া সমস্যায় ভোগেন৷ এই সমস্যা সমাধানে বিভিন্ন রকম ঔষধও ব্যবহার করে থাকেন অনেকে। এতে কারো কাজ হয় আবার অনেকের হিতে বিপরীত ঘটে। আসলে ভিন্ন ভিন্ন মানুষের চুল পড়ার কারণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, দৈনিক একজন মানুষের গড়ে ১০০-১৫০ টি চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া। তবে কারও যদি হঠাৎ করেই বেশি চুল পড়তে থাকে সেক্ষেত্রে আপনি পেঁয়াজের রস ঔষধ হিসেবে কাজে লাগাতে পারেন।

চুলের যত্নের জন্য অনেকেই পেঁয়াজের রস ব্যবহার করে থাকেন এতে অনেকের উপকার হয়ে থাকে। স্বাস্থ্যের পাশাপাশি চুলের খাদ্য হিসেবে পেঁয়াজ খুব উপকারী।
পেঁয়াজের রস স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে চুলের বৃদ্ধি ও চুলের ঘন হতে সাহায্য করে। তাহলে জেনে নিন কিভাবে পেঁয়াজের রসকে চুলের পড়া বন্ধে ব্যবহার করবেন।

১. পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের সাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে তা ব্লেন্ড করে নিতে হবে। তারপর তোলা বা নরম জাতীয় কিছু দিয়ে চুলের গোড়ায় ভালোমতো ব্যাবহার করুন। এভাবে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে মাথা ভালোমতো ধুয়ে নিন। পেঁয়াজের রস স্ক্যাল্পের সকল সমস্যার জন্য কার্যকরী ভূমিকা পালন করে।

২. নারকেল তেলের সঙ্গেও পেঁয়াজের রস মিশিয়ে চুল পড়া রোধ করতে পারেন। নারকেল তেল আর পেঁয়াজ একত্রে চুলের জন্য অনেক বেশি কার্যকরী। এজন্য ২ টেবিল চা চামচ পেঁয়াজের রসের সাথে সমপরিমাণ নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ভালো মতো লাগিয়ে কিছু সময় মেসেজ করতে হবে। আধাঘন্টা এভাবে রেখে মাথা শ্যাম্পু দিয়ে ভালোমতো ধুয়ে ফেলুন।

৩. খুশকির সমস্যা সমাধানের জন্য অলিভ অয়েল ও পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। টেবিল চামচের দেড় চামচ অলিভ অয়েল এর সাথে পেঁয়াজের রস ৩ টেবিল চা চামচ ভালো করে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারে। ব্যবহারের পর দুই ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। একদিন পরপর এপ্লাই করলে উপকার পাবেন

see moreবাংলাদেশের সেরা চর্ম রোগ বিশেষজ্ঞের তালিকা || List of the best dermatologists in Bangladesh

৪. পেঁয়াজের রসের সাথে ডিম ব্যবহার করলে তা চুলের পুষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে।চুলের বৃদ্ধির জন্য এটি ব্যবহার করতে পারেন। একটি ডিম ১ টেবিল চা চামচ পেঁয়াজের রস, সাথে দুই থেকে তিন ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ফিক্সট করে নিয়ে সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। ২০-৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

5. পেঁয়াজের রস , শুধু পেঁয়াজের রস ব্যবহার করলেও উপকার পাবেন। ২-৩ টে পেঁয়াজ ভালো করে ব্লেন্ড করে রস বের করে নিন। এবারে এই রস ভালো করে মাথার ত্বকে মাসাজ করুন। কমপক্ষে ২০ মিনিট রেখে ধুয়ে নিন।

Exit mobile version