মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গোল্ডেন লাইন বাসের সময়সূচি ও ভাড়া

মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গোল্ডেন লাইন বাসের সময়সূচি ও ভাড়ার তালিকা, মাগুরাবাসীর জন্য সুখবর নিয়ে এলো গোল্ডেন লাইন পরিবহন অথরিটি।

পদ্মা সেতু দিয়ে ফরিদপুর থেকে সরাসরি এতদিন যাবদ গোল্ডেন লাইন পরিবহনের অল্প এসি এবং নন এসি বাস চলাচল করলেও মাগুরা থেকে সরাসরি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যাবে এমন বাস ছিলো না। এজন্যই Golden Line Paribahan তাদের গাড়িবহরে যুক্ত হয়েছে অনেকগুলো AC – non AC বাস। যা মাগুরা ওয়াপদা থেকে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু পার হয়ে ঢাকা যাতায়েত করবে।

বাংলাদেশের অভ্যন্তরে যেসব জনপ্রিয় পরিবহন সেবা রয়েছে গোল্ডেন লাইন পরিবহন তার মধ্যে অন্যতম। পরিবহনটি দীর্ঘদিন যাবদ ঢাকা থেকে ফরিদপুর তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিয়মিত সুনামের সঙ্গে চলাচল করে আসছে। এই পরিবহনটির এসি ও নন এসি পরিবহন পরিসেবা রয়েছে। প্রধান বৈশিষ্ট্য বিবেচনা করলে এই পরিবহনে লাক্সারিয়াস সিট ব্যবস্থা, ভালো ফিনিশিং ও আধুনিক মডেলের গাড়ি রয়েছে। যাত্রীদের জন্য অতিরিক্ত কিছুটা সুবিধা হচ্ছে এই পরিবহনে আংশিক ভাড়ার পরিমাণ কম, যাত্রী পরিষেবা আন্তরিকতার সহিত প্রদান করেন।

চলুন এক নজরে দেখে নেয়া যাক “মাগুরা থেকে সায়দাবাদ” AC এবং non AC বাস চলাচলের সময়সূচি।

মাগুরা টু সায়দাবাদ বাস চলাচলের সময়সূচিঃ

ক্রঃ নং – সময়সূচি – বাসের ধরণ
০১ – সকাল ০৬ঃ০০ মিনিট – নন এসি
০২ – সকাল ০৭ঃ০০ মিনিট – নন এসি
আরও পড়ুনঃ গোল্ডেন লাইন(Golden Line)পরিবহনের টিকিট কাউন্টারের নাম্বার ও ভাড়া বিস্তারিত
০৩ – সকাল ০৮ঃ০০ মিনিট – নন এসি
০৪ – সকাল ১০ঃ০০ মিনিট – নন এসি
সময়সূচি সংক্রান্ত এই তথ্য দ্বারা আপনার যাতায়াতে সুবিধা হলে নিউজটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন।

০৫ – দুপুর ১২ঃ৩৯ মিনিট – এসি
০৬ – দুপুর ০২ঃ০০ মিনিট – নন এসি
    www.somoyerkhbor.com
০৭ – বিকাল ০৪ঃ০০ মিনিট – নন এসি
০৮ – বিকাল ০৪ঃ৩০ মিনিট – নন এসি
০৯ – সন্ধা ০৬ঃ০০ মিনিট – নন এসি
১০ – রাত ০৮ঃ০০ মিনিট – নন এসি

লিখেছেন মোঃ মেহেদী হাসান হৃদয়

মাগুরা টু ঢাকা (পদ্মাসেতু হয়ে) ভাড়া নির্ধারিত হয়েছে নন এসি ৫৫০ টাকা এবং এসি ৭০০ টাকা

বাস সায়দাবাদ পর্যন্ত যাবে।

মাগুরা থেকে ঢাকা এবং ঢাকা থেকে মাগুরা যাতায়াতের জন্য বাসের সময়সূচি, ভাড়ার তথ্য, কাউন্টার যোগাযোগ নাম্বার ইত্যাদি তথ্য জানতে www.somoyerkhbor.com আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে “ভ্রমণ” ক্যাটাগরিতে ক্লিক করুন।

তথ্যটি ভালো লাগলে শেয়ার দেয়ার অনুরোধ রইলো।

0 Comments on “মাগুরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গোল্ডেন লাইন বাসের সময়সূচি ও ভাড়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *