ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। এ ঘটনায় ছেলে সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমাকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিপরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত সাইফুল্লাহ ঝিনাইদহ পিটিআই প্রশিক্ষক বলে জানা গেছে।
মামলার এজাহারে বলা হয়, নগরীর বেপারীপাড়া এলাকার জহুরা খাতুন নামে এক গৃহবধূকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার ছেলে সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা। শারীরিক অসুস্থতার সঠিক চিকিৎসা হয়নি। এমনকি ভরণ-পোষণও দিতেন না। এ ঘটনায় বুধবার দুপুরে জহুরা খাতুন বাদী হয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা করেন।
বললেন, আমার হার্টে ব্লক। ছেলে আর ছেলের বউ আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছেও নিয়ে যাই না। আমি কিছু বললে আমাকে মারধর করে। তাদের অত্যাচার মেনে নিতে পারছি না। আমার স্বামী নেই। 33 বছর ধরে আমি আমার ছেলেকে শিক্ষার মাধ্যমে বড় করেছি। আমি তার টাকা নিই না। আমি আমার টাকা দিয়ে একজন ডাক্তার দেখাব, কিন্তু আমি ডাক্তারের কাছে যাব না। আমি চাই আমার ছেলে আমার দেখাশোনা করুক। আমাকে কিছু খেতে দাও।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Pingback: টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে লা*শ হলেন কৃষক