বিরতির পর ফিরেছেন উপস্থাপিকা মারিয়া নূর

চলতি বছরের ১২ মে এক পুত্র সন্তানের জননী হলেন জনপ্রিয় উপস্থাপিকা মারিয়া নূর। গত ২৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ সুখবর জানান তিনি।

এর আগে, মারিয়া নূর ২০২১ সালের শেষের দিকে অনির্দিষ্টকালের জন্য মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা করেছিলেন। এর পরে, তিনি তার মাতৃত্বকালীন ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যান। তবে মা হওয়ার পর দেশে ফিরেছেন।

নতুন খবর, প্রায় এক বছর বিরতির পর উপস্থাপনায় ফিরছেন মারিয়া।

জানা গেছে, দেশের সবচেয়ে বড় মিউজিক রিয়্যালিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এর ৭ম সিজনে উপস্থাপনা করতে দেখা যাবে তাকে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে ‘সেরাকণ্ঠ ২০২৩’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চ্যানেল আই কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে মারিয়া বলেন, সেরা খুঁজে পেতে এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে অনেক সম্মানিত মনে করছি। বিচারক হিসেবে যারা আছেন তারাই সেরা। আশা করছি, এবারের সেরাকণ্ঠ আয়োজন আগের মৌসুমগুলোর চেয়ে আরও এগিয়ে যাবে। আমরা সেরাদের মধ্যে সেরা এবং সেরা খুঁজে পেতে পারি। সেই প্রত্যাশা নিয়েই যাত্রা শুরু করব।

আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় শহরে শুরু হবে ‘সেরকন্ঠ ২০২৩’-এর অডিশন রাউন্ড। সেখানে বিচারক হিসেবে থাকবেন বন্যা ও সামিনা। সেরা ১৬ তে বাছাইয়ের পর যোগ হবে রুনা লায়লা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করবেন মারিয়া নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *