বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন ফরিদপুরের ডোমরাকান্দির কৃতি পূত্রবধু ড.মুনমুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রফেসর পদে পদোন্নতি পেলেন ড. শরিফুন্নেছা মুনমুন। তিনি ফরিদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ডোমরাকান্দি এলাকার গুণীজন ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হোসেন মাস্টার এর জেষ্ঠ্য পূত্রবধু সিকৃবির সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ভাইসচ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে সিকৃবির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রমারফত তিনি পদোন্নতি প্রাপ্ত হলেন। এর আগে তিনি PhD (Doctor of Philosophy) ডিগ্রী অর্জন করেন। Bangladesh Institute of Nuclear Agriculture (BINA) এবং International Rice Research Institute (IRRI) সাবির্ক তত্ত্বাবধানে তার PhD গবেষণা সম্পন্ন করেন। অত্র এলাকার তিনিই প্রথম কোনো পূত্রবধু যিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে আসীন হলেন। তিনি ২০০৯ সালে সিকৃবির কৃষি অনুষদের ক্রপ বোটানি এন্ড টি প্রোডাকশন টেকনোলজি বিভাগে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে পদোন্নতির মাধ্যমে সহকারী অধ্যাপক , সহযোগী অধ্যাপক হয়ে সর্বোচ্চ ধাপ অধ্যাপক পদে আসীন হলেন। কর্ম জীবনে সফলতার সাথে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে যথা বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন কমিটিতে সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সিকৃবি-তে তিনিই প্রথম নারি সহকারি প্রক্টর হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি প্রাইমারি,জুনিয়র ও মাধ্যমিকে পর্যায়ে ট্যালেন্টপূলে বৃত্তি প্রাপ্ত হোন। তিনি বীণাপাণি সরকারি বালিকা বিদ্যালয়, গোপালগঞ্জ হতে ৮১৩ নম্বর পেয়ে ১ম বিভাগে SSC (Science) এবং ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ, গোপালগঞ্জ হতে ১ম বিভাগে HSC (Science) পাস করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ফার্স্ট ক্লাস পেয়ে ৪ বছর মেয়াদি BSc Ag (Hon’s) ও দেড় বছর মেয়াদি MS in Biotechnology ডিগ্রী অর্জন করেন। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের নিয়ে বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে তিনি এক পরিচিত মুখ। স্কুল ও কলেজ জীবনে বিভিন্ন co-curricular activities যথা নৃত্য, অভিনয়,গান,বিতর্ক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিজ্ঞান মেলায় অংশগ্রহণ ও বিভিন্ন খেলা যথা ক্যারম,দাবা, ব্যাডমিন্টন বিষয়ের স্কুল, কলেজ ও উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযােগিতায় অংশগ্রহণ ও কৃতিত্বের স্বাক্ষর হিসাবে ৪০ টির ও বেশী সনদ অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক সংঘ, সাহিত্য সংঘ ও বিজ্ঞান সংঘের সক্রিয় সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন এবং বাংলাদেশ ছাত্রলীগ তাপসী রাবেয়া হল শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তিনি একজন সিনিয়র রোভারমেট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে 4th International Rover moot অংশগ্রহণের জন্য মধ্যপ্রদেশ, ভারত ভ্রমণ করেন ও National Adventure Institute, Pachmari, India হতে সনদপ্রাপ্ত হন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি নিজেকে গবেষণায় নিয়োজিত রেখেছেন। এ পর্যন্ত তিনি ০৩ টি গবেষণা প্রকল্প সম্পূর্ণভাবে শেষ করেছেন। এযাবৎকাল তার ৩০ টির ও বেশি গবেষণা প্রবন্ধ (Scientific article) দেশী-বিদেশী জার্নালে (SCI ও SCOPUS Indexed journal ) প্রকাশিত হয়েছে। তিনি ৫০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক Training, Scientific Conference, Seminar,Workshop এ অংশগ্রহণ করেছেনে। তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। তিনি Krishibid Institution, Banglsdesh (KIB); Bangladesh Agricultural Extension Socity (BAES) ; Bangladesh Association of Biotechnologists (BABT) ; Seed Science Society of Bangladesh (SSSB) নামক পেশাজীবি সংগঠনের লাইফ মেম্বার। তিনি বর্তমানে Bangladesh Biology Olympiad সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ড. মুনমুন ডোমরাকান্দি এলাকার প্রথম PhD ডিগ্রী অর্জনকারী এক কৃতি সন্তান এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) এনাটমি ও হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী’র সহধর্মিণী ও ব্যক্তিগত জীবনে দুইকন্যা সন্তানের (মুমতাহা আসফি ও মুনতাহা আরিশা) জননী।
ড. মুনমুন গোপালগঞ্জের মিয়াপাড়া নিবাসী অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আলহাজ্ব মোঃ শাহেদ আলীর (এমকম,এলএলবি) কনিষ্ঠ কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *