ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নি’হত
ফরিদপুর-ঢাকা মহাসড়কে চলন্ত বাসের সামনের চাকা ফেটে দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের বাম অর্ধেক সম্পূর্ণ বিধ্বস্ত হয়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে নিয়ে আসলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহত দুজনের মধ্যে একজনের নাম মো. শাহীনু (৩০) এবং আরেকজনের বয়স ৬০ বছর; তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল গনমাধ্যমকে জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের বাসটি ফরিদপুরের ধুলদী রেলগেটের কাছে আসলে সামনের চাকা ফেটে পাশের একটি গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।