ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সভাপতি যশোদা, সম্পাদক বিধান

স্বাধীন ধর্ম চর্চার অধিকার প্রতিষ্ঠার আহবানে ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০:৩০ ঘটিকায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শ্রীধাম শ্রীঅঙ্গন (আঙ্গিনা) মন্দির প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক।

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। এসময় আরও বক্তব্য দেন ফরিদপুর পৌরসভার মেয়র শ্রী অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ শ্রী অসীম কুমার সাহা, মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাবেক আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু সুবল চন্দ্র সাহা প্রমুখ।

আরও পড়ুনঃ ফরিদপুরে ৪শ’ অসহায় পরিবারের মাঝে যশোদা জীবন দেবনাথ ফ্যান’স ক্লাবের খাদ্য বিতরণ

বক্তারা বলেন, স্বাধীনতার এতো বছর পরেও কেন সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হয়। আজ কেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে হয়। আমরা এই দেশকে অসা¤প্রদায়িক সোনার বাংলা হিসেবে দেখতে চাই। দেশের নাগরিক হিসেবে অন্য দশজন মানুষের মত আমরাও স্বাধীনভাবে থাকতে চাই। এজন্য অসা¤প্রদায়িক সোনার বাংলাদেশ গড়তে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।

সম্মেলন শেষে আগামী দুই বছরের জন্য ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) কে সভাপতি ও বাবু বিধান চন্দ্র সাহা কে সাধারণ সম্পাদক করে জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top