নিজস্ব প্রতিনিধি:
ফরিদপুর: নবীন বিসিএস(স্বাস্থ্য) কর্মকর্তাদের মানবতার সেবায় কাজ করার আহবান জানিয়েছেন ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান।
জেলা সিভিল সার্জন বলেন, সবার আগে দেশ ও দেশের মানুষ। তাদের সেবাকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। কাউকে কষ্ট দেওয়া উচিত হবে না। দেশের চিকিৎসা উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট থাকতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে নিজ দায়িত্ব সম্পাদন করতে হবে।
এ সময় ১১ জন বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।
ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মাহফুজ আরা বেগম, (ডেপুটি সিভিল সার্জন), ফরিদপুর, ডাঃ তানসিভ জুবায়ের, মেডিকেল অফিসার (সিভিল সার্জন অফিস), ডাঃ মোঃ নাসিমউদ্দিন সহ জেলার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।