বগুড়া প্রতিনিধি : বগুড়ায় চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেল অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপের অপরাধে সাত নারীসহ ৯জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ মার্চ) বিকেল থেকে সন্ধা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা। ভারপ্রাপ্ত ইউএনও বীর আমির হামজা জানান, অসামাজিক কার্যকলাপের সংবাদ পেয়ে চারমাথা আবাসিক হোটেলটিতে অভিযান চালানো হয়।
আরও পড়ুনঃ- মাহে রমজান ২০২১ সালের সেহেরি ও ইফতারের সময়সূচি দেখে নিন –
সেখানে থাকা ৭ জন নারী এবং দুই যুবককে আইনের ২৯০ ধারায় প্রত্যেকের ২শ’ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়ে যাওয়ায় তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও চারমাথা এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে গেলে তারা হোটেলে তালা ঝুলিয়ে চলে যায়। অভিযানে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।