নানা আয়োজনে পালিত হচ্ছে পল্লী কবি জসিম উদ্দিনের জন্মবার্ষিকী

পল্লী কবি জসিম উদ্দিনের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯টায় পল্লী কবিরের বাড়ির উঠানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন।

এরপর নিজ বাড়ি অম্বিকাপুরে জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমা আলীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণের পর কবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, পুলিশ সুপার মো শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মো: শাহজাহান, প্রফেসর এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা সাহিত্যে তার অবদানের কথা তুলে ধরেন। পরে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

0 thoughts on “নানা আয়োজনে পালিত হচ্ছে পল্লী কবি জসিম উদ্দিনের জন্মবার্ষিকী”

  1. Pingback: আধুনিক কবি জসীম উদ্‌দীন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top