somoyerkhbor.com

SSC পাসেই ১৩৮৫ পদে রেলওয়েতে চাকরি

বাংলাদেশ রেলওয়েতে বিভিন্ন সময় নিয়োগ চলছে। সরকার দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন রেল সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের সকল জেলার মানুষের চলাচলের সুব্যবস্থা করছে। তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত দেশের রেলওয়ে মন্ত্রনালয়ে অধীনের বিভিন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। সম্প্রতি দেশের রেলওয়েতে ১৩৮৫ পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যেখানে SSC পাশেই রয়েছে চাকরি করার সুযোগ। সুতরাং যারা রেলওয়েতে চাকরি করতে ইচ্ছুক তারা দেরি না করে নিন্মের পদ্ধতি অনুসরণ করে আবেদন করে ফেলুন। আবেদন প্রক্রিয়া বিস্তারিত নিন্মে দেয়া হলো-

আরও পড়ুনঃ LGED এর ২২৩৭ পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

০১.পদের নামঃ ওয়েম্যান

পদ সংখ্যাঃ ১৩৮৫ টি

শিক্ষাগত যোগ্যতাঃ যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এস.এস.সি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

বেতনঃ ৮৫০০-২০৫৭০/-

আবেদন শুরুঃ ২৫ জানুয়ারি ২০২৩

আবেদন শেষঃ ২ মার্চ ২০২৩

আবেদন ফিঃ ১১২/-

যারা আবেদন করতে পারবেন নাঃ পাবনা ও লালমনিরাট জেলার প্রার্থী ব্যতীত সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ  ডাক বিভাগে ১২৩ টি শূন্য পদে নিয়োগ

আবেদন ফরম পূরন এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নেবর্ণিত শর্তবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ

০১.প্রার্থীকে অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে । ত্রবে বীর মুক্তিযুদ্ধা/শহীদ বীর মুক্তিযুদ্ধার সন্তান ও নাতীনাতিদের জন্য  এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্যা । প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীরমার মধ্যে থাকলে আবেদন করার সুযোগ পাবেন ।

০২.মৌখিক পরীক্ষার সময় সকল সনদ পত্রের মূল কপিসহ একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে।

 আবেদন  পদ্ধতিঃ

আরও পড়ূনঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এ ৪৯৪ পদে নিয়োগ

০১. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরুপঃ

– Online –এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফী জমাদানের তারিখ ২৫জানুয়ারি ২০২৩, সকাল ১০.০০ টা ।

-Online –এ আবেদনের শেষ তারিখ ০২মার্চ ২০২৩ বিকাল০৫.০০ টা পর্যন্ত ।

০২. Online আবেদনপত্র প্রার্থী তার রঙ্গিন ছবি ও সাক্ষর ( ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও সাক্ষর 60KB) স্কান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ।

০৩. আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন।

০৪.SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান –

যে কোন প্রিপেইড টেলিটক নাম্বার থেকে নিম্নের SMS ফর্মেটে ১১২/-টাকা ফি প্রদান করতে হবে ।

BR<Space>User ID লিখে Sent   করতে হবে ১৬২২২ নাম্বারে ।

০৫. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এবং বিস্তারিত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানান হবে ।

০৬. SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে রোল নাম্বার, পদের নাম,ছবি,পরীক্ষার তারিখ, কেন্দ্রেন নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্রটি Download পূর্বক  Print  করে নিবে ।

Exit mobile version