ঢাকা কলেজে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, রাজধানীর ঢাকা কলেজে ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে ব্রাজিল সমর্থকদের ৭-১ গোলে হারিয়ে বড় জয় পায় আর্জেন্টিনা সমর্থকরা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে ঢাকা কলেজের ছাত্রাবাস মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। কলেজের ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদ এ ম্যাচের আয়োজন করে।
এই ফুটবল ম্যাচে আর্জেন্টিনার হয়ে ২ গোল করেন প্রীতি। ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রুমান হোসেন ২ গোল, জোবায়ের ৩ গোল এবং আবিদ ২ গোল করেন। ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন ভোলা জেলা ছাত্রকল্যাণ সভাপতি মেহেদী হাসান।