ইন্টারনেটের গতি কম? দেখুন কে কে ব্যবহার করছে আপনার ওয়াই-ফাই

ইন্টারনেটের গতি কম? দেখুন কে কে ব্যবহার করছে আপনার ওয়াই-ফাই

ইন্টারনেটের গতি কম পেলেই মনে হয় কে যেন আমার ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করছেন। সব ক্ষেত্রে সত্য না হলেও, সে আশঙ্কা অবশ্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

দেখুন কে আপনার ওয়াই-ফাই রাউটারে যুক্ত

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ‘ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার’ নামে ছোট একটি পোর্টেবল সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এতে আপনার ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলোর একটা তালিকা দেখাবে। এরপর কোনটি আপনার ডিভাইস নয়, সেটি সহজে খুঁজে পাবেন।

ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার ব্যবহারের জন্য ইনস্টলের প্রয়োজন নেই। এই লিংক থেকে নামিয়ে (পেজের নিচের দিকে ডাউনলোডের অপশন পাবেন) চালু করলেই আপনার ওয়াই-ফাই নেটওয়ার্ক স্ক্যান করা শুরু করে দেবে। খানিক্ষণের মধ্যেই কাজ শুরু করবে। নিচের বাঁ দিকে ‘স্ক্যানিং…’ লেখা দেখালে বুঝবেন সফটওয়্যারটি কাজ শুরু করেছে। কাজ হয়ে গেলে বার্তাটি দেখানো বন্ধ করে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখাবে।

ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার সফটওয়্যারে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখাবেপিসিম্যাগ ডটকম

ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার সফটওয়্যারে ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখাবেপিসিম্যাগ ডটকম

অবশ্য তালিকা দেখে খানিকটা ধন্দে পড়তে পারেন। কারণ, সেখানে ইন্টারনেট প্রোটোকল এবং ম্যাক ঠিকানার কলামও দেখাবে। তবে সেসব বাদ দিয়ে কেবল ডিভাইসের নাম এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোম্পানির কলামে চোখ বোলাতে পারেন।

যেমন আপনার ল্যাপটপ কম্পিউটারের নাম যদি হয় ‘কিছু না’, এবং সেটি যদি ওই ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকে, তবে সে নামেই দেখানোর কথা। কোনো কোনো ডিভাইসের ক্ষেত্রে নাম দেখায় না, নেটওয়ার্ক অ্যাডাপ্টর নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখে একটা ধারণা সে ক্ষেত্রে পেতে পারেন।

অ্যাপলের ম্যাক ব্যবহারকারীদের অবশ্য ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার ব্যবহারের সুযোগ নেই। অবশ্য খুব বেশি অপশনও দেখি না। ‘ল্যানস্ক্যান’ নামের সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে, তবে পূর্ণ সুবিধার জন্য ৬ ডলার খরচ করতে হবে। অন্যান্য সফটওয়্যারের বেলায় খরচ আরও বেশি।

অবশ্য ম্যাক ব্যবহারকারীরা রাউটারের সেটিংস পেজ থেকেই দেখে নিতে পারেন প্রয়োজনীয় তথ্য। আবার আইফোন থাকলে ‘ফিং’ অ্যাপেও সে তথ্য পাবেন।

রাউটারের সেটিংস পাতায় দেখতে পারেন

রাউটারের সেটিংস পেজ দেখতে হলে ওই রাউটারে যুক্ত ডিভাইস (কম্পিউটার বা স্মার্টফোন) থেকে ওয়েব ব্রাউজারে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস লিখে ঢুকতে হবে। এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এবার খুঁজে দেখুন ‘অ্যাটাচড ডিভাইসেস’ বা ‘ক্লায়েন্ট লিস্ট’ এ ধরনের অপশন।

আরও পড়ুন: মটর ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন..!

সেখানেও ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচারের মতো তালিকা পাবেন, তথ্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।

রাউটারের সেটিংস পেজ থেকে তাতে যুক্ত ডিভাইসগুলোর নাম দেখা যাবেপিসিম্যাগ ডটকম

কোনো কোনো ক্ষেত্রে কিছু ডিভাইস অচেনা মনে হতে পারে। কারণ, এখন ইন্টারনেট যুক্ত অনেক যন্ত্র আমরা ব্যবহার করতে শুরু করেছি। যেমন ওয়াই-ফাইয়ে যুক্ত টিভি, রেফ্রিজারেটর, লাইট বাল্ব, আইপি ক্যামেরা ইত্যাদি। এগুলোও তালিকায় থাকবে। তাই সন্দেহ করার আগে নিজের ঘরেই খানিকটা খুঁজে দেখতে পারেন।

সব ঠিকঠাক থাকলে তালিকার সব ডিভাইস আপনি শেষমেশ চিনতে পারবেন। তবে একদম অচেনা কোনো ডিভাইস পেলে এবার আপনার ওয়াই-ফাই সংযোগের নিরাপত্তা বাড়ানোর পালা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme