ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – Instructions for filling e-passport form

ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলী – Instructions for filling e-passport form

আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অব্যই শুনেছেন যে, পাসপোর্ট করতে অনেক সময় লাগে, দালালের খপ্পরে পড়তে হয় বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই কাঙ্ক্ষিত পাসপোর্ট পাওয়া যায়। তবে বর্তমানে এসব ঝামেলা ছাড়াই আপনি পাসপোর্ট পেতে পারেন ই-পাসপোর্টের মাধ্যমে। দালালের খপ্পড় অথবা অফিসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবেনা আপনাকে। সহজেই দেশের যে কোনো স্থান থেকেই যে কোনো সময় আপনি অনলাইনের মাধ্যমে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। কিভাবে এ আবেদন করবেন অথবা কত টাকা লাগবে অথবা সময় কত লাগবে এই প্রক্রিয়ায় তাই নিয়েই আজকের আয়োজন।

১. ই-পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে-

বর্তমানে পাসপোর্ট করা আগের থেকে অনেকটাই সহজ করা হয়েছে। চলুন দেখে নেয়া যাক, পাসপোর্ট করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয়-
 পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে-
(NID) অথবা স্মার্ট কার্ডের ফটোকপি (মূল কপি সংশ্লিষ্ট কর্মকর্তাকে দেখাতে হবে)
বয়স যদি ১৮ থেকে ২০ বছর হয় তবে জাতীয় পরিচয়পত্র(NID) অথবা জন্ম নিবন্ধন(BRC) এর অনলাইন কপি
 18 বছরের নিচে হলে-
অনলাইন জন্ম নিবন্ধনপত্রের(BRC) সনদ, বাবা-মায়ের ছবি ও এনআইডির কপি জমা দিতে হবে।

 সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে-
অনাপত্তিপত্র-এনওসি এবং
অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে অবসরের প্রমাণপত্র হিসেবে পেনশনের দলিল জমা দিতে হবে।
 এছাড়াও বিবাহ সনদ অথবা তালাকনামা জমা দিতে হবে।

২. ই-পাসপোর্টে কত সময় লাগে-
ই-পাসপোর্ট সাধারনত তিন ধরনের ডেলিভারি দিয়ে থাকে। আবেদনপত্র জমা দেয়ার পর থেকে-

 এক্সপ্রেস- ১০ কর্মদিবসের মধ্যে
 সুপার এক্সপ্রেস- ২ কর্মদিবসে মধ্যে
 রেগুলার- ২১ কর্মদিবদের মধ্যে

৩. ই-পাসপোর্টে কত টাকা লাগে-
৪৮ পৃষ্টার ৫ বছর মেয়াদের জন্য ই-পাসপোর্টের জন্য ডেলিভারি ফি-
 এক্সপ্রেস- ৬ হাজার ৩২৫ টাকা
 সুপার এক্সপ্রেস- ৮ হাজার ৬২৫ টাকা
 রেগুলার- ৪ হাজার ২৫ টাকা

৪৮ পৃষ্টার ১০ বছর মেয়াদের জন্য ই-পাসপোর্টের জন্য ডেলিভারি ফি-
 ১. এক্সপ্রেস- ৮ হাজার ৫০ টাকা
 ২. সুপার এক্সপ্রেস- ১০ হাজার ৩৫০ টাকা
 ৩. রেগুলার- ৫ হাজার ৭৫০ টাকা

৬৪ পৃষ্টার ৫ বছর মেয়াদের জন্য ই-পাসপোর্টের জন্য ডেলিভারি ফি-
 ১. এক্সপ্রেস- ৮ হাজার ৬২৫টাকা
 ২. সুপার এক্সপ্রেস- ১২ হাজার ৭৫ টাকা
 ৩. রেগুলার-৬ হাজার ৩২৫ টাকা

৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদের জন্য ই-পাসপোর্টের জন্য ডেলিভারি ফি-
 এক্সপ্রেস- ১০ হাজার ৩৫০ টাকা
 সুপার এক্সপ্রেস- ১৩ হাজার ৮০০ টাকা
 রেগুলার- ৮ হাজার ৫০ টাকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme