মোবাইলের জন্য বিপজ্জনক ৩৫টি অ্যাপ্স

মোবাইলের জন্য বিপজ্জনক ৩৫টি অ্যাপ্স

মোবাইলের জন্য বিপজ্জনক ৩৫টি অ্যাপ। যা আপনার মোবাইলে থাকলে এখনি ডিলিট অথবা আন-ইন্সটল করা উচিত।
টেকনোলজি যেমন আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে আবার অনেক ক্ষেত্রে আমাদের জীবনের জন্য হুমকিও নিয়ে এসেছে অত্যাধুনিক সব প্রযুক্তি। আমরা নিয়মিত এসকল প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছি, সহজ করে নিচ্ছি কঠিন কাজ, সময় বাচিয়ে অন্য কাজ করছি কিন্তু এর আড়ালেও রয়েছে ভয়ংকর সব বিপদ।
আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন সময় আমাদের মোবাইলে নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি থাকি। তবে কোনো অ্যাপলিকেশন নিরাপদ কিনা তা যাচাই-বাছাই ছাড়াই আমরা ডাউনলোড  করে থাকি। কিন্তু এভাবে যাচাই-বাছাই না করে ডাউনলোড বা ইন্সটল করলে মারাত্মক বিপদে পড়তে পারেন ব্যবহারকারী। এমন  একটি তালিকা প্রকাশ করেছে রোমানিয়ার সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘বিটডিফেন্ডার’। গুগল প্লেস্টোরে থাকা এই অ্যাপলিকেশনগুলি বিপজ্জনক অ্যাপলিকেশনের তালিকায় রেখেছে প্রতিষ্ঠানটি। সর্বমোট ৩৫টি জনপ্রিয় অ্যানড্রয়েড অ্যাপে ম্যালওয়্যারের সন্ধান মিলেছে প্রতিষ্ঠানটির গবেষণায়।

আরোও পড়ুনঃ ভারতীয় তরুণী নিজেকেই নিজে ভালোবেসে বিয়ে করছেন

ডিজিট নিউজের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, গত ডিসেম্বরের শেষের দিকে বেশ কিছু ক্ষতিকারক অ্যাপকে গুগল কর্তৃপক্ষ তাদের প্লেস্টোর থেকে মুছে ফেলেছিল। ফ্রেব্রুয়ারিতেও তারা আবার নতুন করে ২৯টি অ্যাপের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়। সম্প্রতি সময়ে নতুনভাবে যে ৩৫টি অ্যাপের নাম সামনে এসেছে এগুলোর মধ্যে কয়েকটি ৫০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছিল। বেশ কিছু অ্যাপের রেটিং ছিল ৪.৮। রেটিং হাই থাকলেও এসকল অ্যাপ্স ডাউনলোড করা ব্যবহারকারীর জন্য বিপদ ডেকে আনতে পারে।  নিচে উল্লেখ করা যে কোনো অ্যাপ যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তবে সেটিকে এখনই ডিলিট করে ফেলুন অথবা আন-ইন্সটল করে দিন।

অ্যাপ্সগুলো হলো-

১) গ্রেড ওয়ালপেপার্স
২) বিগ ইমোজি
৩) ওয়ালস লাইট
৪) স্টক ওয়ালপেপার্স
৫) এফেক্টম্যানিয়া
৬) ম্যাথ সলভার
৭) ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ
৮) ফাস্ট ইমোজি কিবোর্ড
৯) আর্ট ফিল্টার
১০) ফোটোপিক্স এফেক্টস

Visit: http://www.somoyerkhbor.com
১১) কিবোর্ড
১২)লিড থিম
১৩) স্মার্ট ওয়াইফাই
১৪) ইমেজ র‍্যাপ ক্যামেরা
১৫) মাই জিপিএস লোকেশন
১৬) আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি
১৭) কোলোরাইজ ওল্ড ফোটো
১৮) স্মার্ট কিউ-আর ক্রিয়েটর
১৯) ক্যাট সিমুলেটর
২০) স্মার্ট কিউ-আর স্ক্যানার
২১) গার্লস আর্ট ওয়ালপেপার
২২) জিপিএস লোকেশন ফাউন্ডার
২৩) সিক্রেট হরোস্কোপ
২৪) ভলিউম কনট্রোল
২৫) অ্যানিমেটেড স্টিকার মাস্টার
২৬) স্মার্ট জিপিএস লোকেশন
২৭) জিপিএস লোকেশন ম্যাপস
২৮) পারসোনালিটি চার্জিনিং শো
২৯) মিডিয়া ভলিউম স্লাইডার
৩০) কিউআর ক্রিয়েটর
৩১)স্লিপ সাউন্ডস
৩২) পাই ৪কে ওয়ালপেপার-অ্যানিমি এইচডি
৩৩) ফটোপিক্স এফেক্ট
৩৪) সিক্রেট অ্যাস্ট্রোলোজি
৩৫)  কালারাইজ ফোটোস
প্লেস্টোর থেকে ডাউনলোড করার সময় উপরোক্ত অ্যাপগুলোতে একটি নকল আইকন দেয়া থাকে। ফলে ডাউনলোড করার সময় অস্বাভাবিক কিছু মনে হয় না বা সন্দেহ হয় না ডাউনলোডকারীর। তবে ডাউনলোড করার বেশ কয়েক দিন পর থেকে মূল সমস্যা দেখা দিতে শুরু করে। অ্যাপগুলোর পারমিশনের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য স্ক্যামারদের হাতে চলে যাচ্ছে বলে জানিয়েছে ‘বিটডিফেন্ডার’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©2020 SomoyerKhbor All rights reserved ®

Design BY NewsTheme