এহসান রানা, ফরিদপুর
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ১০ ব্যক্তি এবং উপসর্গ নিয়ে আরো ৯ জনসহ মোট ১৯ জনের মৃ’ত্যু হয়েছে। এটি করোনাকালে ফরিদপুরে সর্বোচ্চ মৃ’ত্যু।
পিসিআর ল্যাবের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬৮ জন। আক্রান্তের হার ৪৭.১০৯ ভাগ। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ৩৭৫ জন। ফরিদপুরে এ পর্যন্ত মা’রা গেছেন ২৬৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৫৬ জন। আক্রান্তের হার ২৩.৩২ ভাগ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এই দুর্যোগের সময়ে আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী করোন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। করোনার প্রথম দিকে আমরা ভালো ছিলাম। তবে দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময়ে একটু খারাপ দিকে রয়েছে। আমরা সবাইকে নিয়ে চেষ্টা করে যাচ্ছি এই যুদ্ধে জয়ী হতে।